ছোটবেলার বন্ধুর সঙ্গে প্রেম! শীঘ্রই বিয়ের পিঁড়িতে মধুমিতা? গোপন কথা ফাঁ’স করলেন নায়িকা

ছোট পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও সফলতার সঙ্গে কাজ করছেন। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মনে দাগ কেটেছে। একসময়ের ‘পাখি’ চরিত্র থেকে শুরু করে আজকের মধুমিতা নিজেকে প্রমাণ করেছেন প্রতিটি ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের মধ্যেও মধুমিতা এগিয়ে গেছেন নিজস্ব পথে। এবার তিনি প্রকাশ্যে জানালেন তাঁর প্রেমিকের নাম এবং তাঁদের সম্পর্কের গভীরতার কথা।

মধুমিতার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় ইন্ডাস্ট্রির বাইরের একজন সাধারণ মানুষ। তাঁদের বন্ধুত্বের শুরু ছোটবেলায়। মাঝখানে অনেকদিন যোগাযোগ না থাকলেও, হঠাৎই আবার তাঁদের দেখা হয়। তারপর থেকে তাঁদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। মধুমিতা জানিয়েছেন, দেবমাল্য তাঁকে বোঝেন এবং তাঁর কাজের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। এই সম্পর্কের ভিত্তি তাঁদের পুরোনো বন্ধুত্ব থেকেই তৈরি হয়েছে।

madhumita sarcar

সম্প্রতি মধুমিতা জানিয়েছেন, ২০২৫ সালেই তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছেন। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবুও মধুমিতা স্পষ্ট করেছেন যে নতুন বছরে শুরু হবে তাঁদের জীবনের নতুন অধ্যায়। দেবমাল্য যেহেতু গ্ল্যামার জগতের কেউ নন, তাই তিনি নিজের ব্যক্তিগত জীবনকে একটু আড়ালে রাখতেই পছন্দ করেন। মধুমিতা নিজেও চান এই সম্পর্ক নিয়ে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখতে।

মধুমিতার কথায়, “দেবমাল্য আমাকে সবসময় উৎসাহ দেন এবং আমার কাজের প্রতি সমর্থন জানান। আমাদের সম্পর্কের ভিত এতটাই মজবুত যে একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। এই বন্ধন শুধু ভালোবাসার নয়, পারস্পরিক শ্রদ্ধারও।” এমন একজন মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার কথা ভেবে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।

আরও পড়ুনঃ “এই বিছানা জানে আমি কত কেঁ’দেছি, নিজের ইচ্ছের বিরুদ্ধে আমি প্রেগন্যান্ট হয়েছিলাম”, মুখ খুললেন রিয়া গঙ্গোপাধ্যায়

তাঁর বিয়ের পরিকল্পনা শোনার পর মধুমিতার অনুরাগীরা খুব খুশি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনটির জন্য। একদিকে কেরিয়ারে দাপট, অন্যদিকে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়—মধুমিতার জীবন এখন সত্যিই আলোয় ভরপুর। নতুন বছরে অভিনেত্রীর জীবনে কোন নতুন চমক আসে, সেটাই দেখার বিষয়।

You cannot copy content of this page