বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়কে মনে আছে? পর্দায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। বাড়ির অলক্ষী বউয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেছিলেন তিনি। এছাড়াও অভিনয় করে গেছেন পর পর হিট ধারাবাহিকে যার মধ্যে রয়েছে দ্বিরাগমন, রানু পেল লটারি।
বহুদিন বাদে আবার সেই বিজয়লক্ষ্মী ফিরে আসছেন পর্দায়। তবে এবার কোনও ধারাবাহিক নয়। এক অনুষ্ঠানে অতিথি হয়ে ফিরছেন তিনি। কোন অনুষ্ঠান?
জি বাংলা জনপ্রিয় রান্নাঘরে বিশেষ অতিথি রূপে দেখা যাবে বিজয়লক্ষ্মীকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি এই সুখবর দিয়েছেন নিজের অনুরাগীদের। তারকা স্পেশাল পর্বে জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরের তরফ থেকে ডাক পেলেন তিনি।
নিজের পছন্দের পদ রান্না করবেন বিজয়লক্ষ্মী। আর খুব দেরি নয়, আজকেই সেই পর্ব সম্প্রচারিত হতে চলেছে। আবারও দর্শক তাঁকে দেখতে পাবে পর্দায়। তবে এবার একেবারে অন্য রূপে।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!