বিশ্বব্যাপী খ্যাতি পেলেও নিজের সহজ-সরল জীবনযাত্রা অরিজিৎ সিংয়ের পরিচয়। জিয়াগঞ্জের এই গায়ক নিজের মাটির টান কখনও ভুলে যাননি। কোটি ভক্তের প্রিয় এই শিল্পী এখনও অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। তাঁর সাধারণ জীবনযাপনের অভ্যাসই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। এবার এই গায়ক নিজের দুই ছেলেকে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
পৌষালীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ!
সম্প্রতি শান্তিনিকেতনের মেয়ে তথা গায়িকা পৌষালী ব্যানার্জীর সঙ্গে দেখা করেন অরিজিৎ। শান্তিনিকেতনে বেড়ে ওঠা পৌষালী অরিজিতের কাছে স্থানটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। বর্তমানে অরিজিৎ-এর সন্তানরা জিয়াগঞ্জের এক বেসরকারি স্কুলে পড়ে। তিনি নিজেও তাঁদের ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা নিয়ে খোঁজ নিতে শুরু করেছেন। এক বাবার মতোই সন্তানদের পড়াশোনা নিয়ে যথেষ্ট সচেতন তিনি।
পৌষালীর সঙ্গে দেখা করার সময় তাঁর সরলতা ও বিনয় মুগ্ধ করে গায়িকাকে। পৌষালী জানান, মাত্র ১০ মিনিটের জন্য দেখা করার কথা থাকলেও তাঁদের আলাপচারিতা প্রায় ৪০ মিনিট গড়ায়। পৌষালী অবাক হয়ে বলেন, “১০ মিনিট অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়ে নেওয়া অরিজিৎ-এর মতো শিল্পীর থেকে শিখতে হবে।”
আলোচনার সময় অরিজিৎ শান্তিনিকেতনে পড়াশোনা ও পরিবেশ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, “ছেলেদের ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে ভর্তি করাতে চাইলে সাহায্য করবে?” গায়কের এমন প্রশ্নে খুশি হয়ে পৌষালী তাঁকে আশ্বাস দেন, “অবশ্যই সাহায্য করব। শান্তিনিকেতন তো আমারই জায়গা।”
আরও পড়ুন: রাঙামতির জীবনে নতুন চ্যালেঞ্জ! রাঙামতি কি পারবে একলব্যের যোগ্য হয়ে উঠতে? কবে শুরু হবে প্রেমের পথ চলা?
অরিজিৎ সিংয়ের এই মানবিক ও সাদাসিধে দিক তাঁর ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। কোটি টাকার মালিক হয়েও ছেলেদের ভবিষ্যৎ নিয়ে তাঁর চিন্তা এবং তাঁদের জন্য নিজে দাঁড়িয়ে থাকার মানসিকতা তাঁকে সাধারণের কাছে আরও কাছের করে তুলেছে। শান্তিনিকেতনের মতো ঐতিহ্যময় জায়গায় সন্তানদের পড়ানোর ইচ্ছা তাঁর জীবনের সহজ-সরল দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।