টিআরপিতে জগদ্ধাত্রীর ধামাল! আসন দখলের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতায় গীতা, দীপা, কথা! সেরা হল কে?

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সবথেকে বেশি প্রাসঙ্গিক বিষয় টিআরপি। এই টিআরপি তালিকায় যে ধারাবাহিকের টিআরপি নম্বর যত বেশি তার আধিপত্য‌ও ততবেশি। আর যদি কোন‌ও ধারাবাহিক দীর্ঘ সময় ধরে টিআরপি তালিকায় রাজত্ব করে তাহলে বলতেই হবে সেই ধারাবাহিকের দর্শক প্রচুর। এবং দর্শকরা মজে রয়েছেন সেই ধারাবাহিকে।

বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকগুলি কিন্তু একে অপরের সঙ্গে দারুণভাবে টিআরপিতে নম্বরের লড়াইয়ে নেমেছে। ক্রমাগত একে অপরের সঙ্গে ভালই টক্কর দিচ্ছে মেগাগুলি। প্রত্যেকটি ধারাবাহিক‌ই চেষ্টা করে চলেছে সমানে টিআরপিতে ভালো পারফর্ম করার।

গত সপ্তাহের টিআরপি অনুযায়ী শীর্ষ স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। তৃতীয় স্থান অধিকার করে ‘গীতা এলএলবি’। চতুর্থ স্থান অধিকার করে অনুরাগের ছোঁয়া। আর পঞ্চম স্থানে জি বাংলার নিম ফুলের মধু। লড়াইয়ে পিছিয়ে পড়ে দারুণভাবে ফিরে এসেছে অনুরাগের ছোঁয়া।

চলতি সপ্তাহের টিআরপিতে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে ফুলকি এবং গীতা এলএলবি। তৃতীয় স্থানে একটু উঠে এসে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে অনুরাগের ছোঁয়া। আর এই সপ্তাহে প্রথমবারের মতো উঠে এসেছে জলসার কথা। অর্থাৎ টিআরপিতে প্রথম পাঁচে তিনটি স্থান দখলে স্টার জলসার আর তিনটি স্থান দখলে জি বাংলার।

১লা ফেব্রুয়ারীর বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serial TRP List 1st February 2024)

1st •• জগদ্ধাত্রী ৮.৭
2nd •• ফুলকি / গীতা LLB ৮.১
3rd •• নিম ফুলের মধু ৭.৮
4th •• অনুরাগের ছোঁয়া ৭.২
5th •• কথা ৭.১