বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি। এই টিআরপি তালিকার ভিত্তিতেই এই মুহূর্তে প্রত্যেকটি ধারাবাহিকের গুণমান নির্ণয় করা হয়। যে ধারাবাহিকের টিআরপি যত ভালো সেই ধারাবাহিকের গ্রহণযোগ্যতাও তত বেশি।
এমনকি চ্যানেলও সেই ধারাবাহিককে ততটাই বেশি প্রাধান্য দেয়। এমনকি টিভির পর্দায় সেই ধারাবাহিকের মেয়াদও তত বেড়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক এসেছে আর টিআরপি তালিকার শীর্ষে রাজত্ব করেছে। শ্রীময়ী, গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া, মিঠাই, আর বর্তমানে রাজত্ব করছে জগদ্ধাত্রী।
গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় রাজত্ব করছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তৃতীয় স্থান দখলে রেখেছিল জি বাংলার অপর ধারাবাহিক নিম ফুলের মধু।চতুর্থ স্থানে লড়াইয়ে ছিল স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি। গত সপ্তাহে আবারও দারুণ লড়াই করে প্রথম পাঁচে ফিরে আসে স্টার জলসার একদা বেঙ্গল টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
আরো পড়ুন: চন্দনের চরিত্রে আঙুল তুলল শিমুল! স্বামীর চরিত্রে আঙুল তোলায় তাকে বাড়ি থেকে বের করে দিল বিপাশা
চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি। আর দীপাকে হটিয়ে পঞ্চম স্থান দখল করল কোন গোপনে মন ভেসেছে। অর্থাৎ ফের প্রথম পাঁচ থেকে আউট অনুরাগের ছোঁয়া।
BT •• জগদ্ধাত্রী ৮.৮
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• ফুলকি ৮.১
4th •• গীতা LLB ৭.৯
5th •• কোন গোপনে ৭.৬