টিআরপিতে ধুমধারাক্কা ব্যাটিং কথা-গীতার! জলসার দাপটে কোনঠাসা জি বাংলার
ফের বাংলা সিরিয়ালের ফল প্রকাশিত হল আজ। যথারীতি টাটকা টিআরপি (TRP) তালিকা দেখার আগ্রহ রয়েছে সবার মধ্যে। আর হবে নাই বা কেন? বাংলা ধারাবাহিকের অগণিত দর্শক। এবং সেই সমস্ত দর্শকদের নিজস্ব কিছু প্রিয় ধারাবাহিক আছে। আর সেই সমস্ত ধারাবাহিক কেমন পারফর্ম করলো সেটাই বোঝা যায় টিআরপি তালিকার মধ্যে দিয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক সপ্তাহেই লক্ষীবারে টিআরপি তালিকা প্রকাশিত হয়। ধারাবাহিকের কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রীরা প্রায় সবাই জানেন এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় টিআরপি ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো টিআরপি মানেই টেলিভিশনের পর্দায় স্থায়িত্ব নিশ্চিত। আর টিআরপি নিম্নমুখী থাকা বিদায়ের আশঙ্কা।
তবে এমন অনেক বাংলা ধারাবাহিক আছে যেগুলি টিআরপি তালিকায় খুব ভালো পারফর্ম করতে না পারলেও ওটিটিতে নজরকারা পারফরমেন্স করে চলেছে। কিন্তু এই টিআরপি নির্ধারিত হয় টেলিভিশনের দর্শকদের দেখার বিচারে। আর তাই টেলিভিশনের পর্দায় দর্শকরা কোন ধারাবাহিক কতটা দেখছেন সেটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
টিআরপি তালিকা একই রকম ভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের জন্য। এমনকী চ্যানেলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই ধারাবাহিকগুলি। তবে এখন এক একটি ধারাবাহিক টানা ভালো ফল করে চলে এমনটা হয়না। ওপর নীচ চলতে থাকে। কিন্তু কিছু ধারাবাহিক টানা টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। যেমন নিম ফুলের মধু, কথা, গীতা, ফুলকিরা! এই ধারাবাহিকগুলি প্রথম পাঁচে না থাকলে সেই টিআরপি তালিকা অবিশ্বাস্য হয়ে উঠবে দর্শকদের কাছে।
তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা অবশ্যম্ভাবী আপনাকে অবাক করবে। কারণ বহুদিন পর ফের একবার প্রথম পাঁচে জি বাংলাকে পরাস্ত করে দাপট দেখাল স্টার জলসা। দারুণ পারফরমেন্স করে চলতি সপ্তাহে টিআরপি টপার গীতা এলএলবি। দ্বিতীয় স্থান দখল কথার। চতুর্থ স্থানে দাপট দেখাচ্ছে উড়ান। জি বাংলার মান রক্ষা করলো ফুলকি, নিম ফুলের মধু। তবে দুজনেই নিজেদের পুরনো স্থান হারিয়েছে।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে টিআরপি তালিকা
1st •• গীতা LLB 7.5
2nd •• কথা 7.3
3rd •• ফুলকি 7.1
4th •• উড়ান 6.9
5th •• নিম ফুলের মধু 6.4