‘অনুরাগের ছোঁয়া’র নায়ক বদল! আসছে নতুন মুখ! ফের বড় লিপ নিতে চলেছে ধারাবাহিক

৯ মাস নয়, ১২ মাস লেগে গেল উর্মির বাচ্ছা হতে। উর্মির প্রথম সাধের পর সূর্য দীপার ডিভোর্সের কথা হয়। তাদের একসাথে ছয় মাস থাকতে বলা হয়। কিন্তু তারপর কেটে যায় আরও ছয়মাস, অর্থাৎ সাত মাসের সাধ আর তারপর আরও ছয়মাস, মোট ১৩ মাস। লেখিকা ১৩ মাসের প্রেগনেন্ট রেখেছে উর্মিকে। আর যা দেখে হাসছে নেটিজেন। ট্রোল শুরু হয়েছে এবার উর্মিকে নিয়ে।

যত দিন এগোচ্ছে, সূর্য – দীপার মধ্যে দূরত্ব ততই বাড়ছে। যদিও কিছু সময় রূপা-সোনার জন্য তারা এক হওয়ার দিকে এগোলেও কিছু না কিছু কারণে সূর্য পিছিয়ে যায়। আর এর জন্য দায়ী মিশকা, সূর্যের বেস্ট ফ্রেন্ড। যে প্রথমদিন থেকে সূর্যকে চেয়ে এসেছে। এমনকি তার জন্যই সূর্য-দীপার ডিভোর্স হয়। তবে লাগাতার তাদের সেই একই জিনিস দেখে বিরক্ত প্রকাশ করছেন দর্শক!

এবার গল্পে নতুন ট্যুইস্ট আনতে আসতে চলেছে। উর্মির সন্তানের চরিত্রে আসতে চলেছে নতুন মুখ। জানা যাচ্ছে, গল্প বড় লিপ নিলে গল্পের উর্মির সন্তানের চরিত্রে আসবে জনপ্রিয় নায়ক। তবে বর্তমানে শিশু চরিত্রে কে আসতে চলেছে, তা এখনও জানা যায়নি। আদোও কি ভেবে রেখেছে লেখক, তাই দেখার। সম্প্রতি কিছু পর্ব এরূপ ইঙ্গিত দিলেও ফের একই জায়গায় চলে আসছে এই ধারাবাহিকের গল্প। দুজনের এতো বছরের ভুল বোঝাবোঝির অবসান ঘটতে ঘটতেও যেন ঘটছে না।

গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন অধ্যায়ের দিকে এগোতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’। আদোও কি ভেবে রেখেছে লেখক, তাই দেখার। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, এক হতে চলেছে সূর্য-দীপা। আর তা যদি সম্ভব হয় শুধুমাত্র তাদের সন্তান সোনা-রূপার দরুন। সম্প্রতি কিছু পর্ব এরূপ ইঙ্গিত দিলেও ফের একই জায়গায় চলে আসছে এই ধারাবাহিকের গল্প। দুজনের এতো বছরের ভুল বোঝাবোঝির অবসান ঘটতে ঘটতেও যেন ঘটছে না।

গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন অধ্যায়ের দিকে এগোতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’। আর সেখানেই বড় হয়ে যাবে সোনা-রূপা। তাদের নিয়েই নতুন ভাবে পথ চলা শুরু হতে চলেছে। যদিও অফিসিয়ালি এখনও সঠিক কিছু জানা যায়নি। তবে সূর্য এবার সকল সত্য জানতে পারবে। রূপা-সোনা দুজনের মনেই এখন নিজের মা – বাবাকে একসাথে দেখার ইচ্ছা। রূপা ইতিমধ্যে জেনে গিয়েছে, সূর্যই তার বাবা, সোনা তার বোন। এবার সূর্য আসতে চলেছে সত্যের মুখোমুখি।

You cannot copy content of this page