স্টার জলসার ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিক শুরুতেই দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে গল্প যতই জমে উঠুক, এক সময় নায়িকার পরিবর্তনে কিছুটা ধাক্কা খায় ধারাবাহিকটি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নানান বিতর্কে জড়িয়েছে এই ধারাবাহিক। বর্তমান পর্বে আরণ্যক, রোশনাই এবং গরিমার সম্পর্কের টানাপোড়েন ঘিরেই মূলত এগোচ্ছে কাহিনি।
আরণ্যক ও রোশনাই একে অপরকে ভালবাসলেও তাঁদের সম্পর্ক জটিলতায় ভরা। কখনও ভুল বোঝাবুঝি, তো কখনও কোনও তৃতীয় ব্যক্তির আগমনে তৈরি হয় দূরত্ব। এই দুই চরিত্রের মধ্যে বারবার বিচ্ছেদ ও পুনর্মিলনের আভাস মিললেও, গল্পে গরিমার উপস্থিতি আরও জটিলতা সৃষ্টি করছে। গরিমা আরণ্যকের প্রতি একতরফা ভালোবাসা পোষণ করলেও, সেই ভালবাসার রেশেই সে রোশনাইকে দূরে সরিয়ে দিতে চায়।
আরণ্যকও এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বে ভুগছে। একদিকে গরিমার প্রতি তার দায়বদ্ধতা, অন্যদিকে রোশনাইকে ফেলতে না পারা—এই টানাপোড়েনেই আটকে রয়েছে সে। রোশনাই বুঝতে পারে তাদের সম্পর্কটা ঠিক না, কিন্তু তার ভালোবাসা তাকে বারবার আরণ্যকের কাছে টেনে নিয়ে আসে। এমন ভালোবাসার দ্বন্দ্বের মধ্যেই কিছু দর্শক খুঁজে পান ধারাবাহিকটির আসল আকর্ষণ। তবে এই টানাপোড়েনের মধ্যেই আসছে নতুন মোড়!
হঠাৎ করেই খবর, রোশনাইকে অপহরণ করা হয়েছে। তবে বিপদের মধ্যে সে পায় এক রহস্যময় রক্ষাকর্তাকে—আয়ুষ। ধ্রুবজ্যোতি সরকারের অভিনয়ে আয়ুষের আগমন ধারাবাহিকে এক নতুন দিক উন্মোচন করবে বলেই মনে করছেন দর্শকরা। আয়ুষ রোশনাইকে নিয়ে যায় নিজের বাড়িতে, যেখানে নতুন এক পারিবারিক আবহে রোশনাইয়ের সামনে খুলে যাবে এক অনিশ্চিত ভবিষ্যৎ।
আরও পড়ুনঃ “কাউকে বিরক্ত করল না, , টা-টা করে চলে গেল!” আপনজনকে হারিয়ে শোকে কাতর কিংবদন্তি টলি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী!
নতুন পরিবারে এসে রোশনাইয়ের অস্তিত্ব নিয়েও তৈরি হচ্ছে টানাপোড়েন। বাড়ির মেজ ছেলে দীনেশের, যার চরিত্রে থাকছেন নীলাঞ্জন দত্ত, রোশনাইকে মেনে নিতে একেবারেই অনীহা। এখন দেখার বিষয়, নতুন ঘর, নতুন মানুষ আর পুরনো ভালোবাসা—সব কিছুর মাঝে রোশনাই নিজের জীবনের নতুন পথ খুঁজে পায় কি না। আর এরই মাঝে গল্প এগোচ্ছে শেষ অধ্যায়ের দিকে— তবে তা শেষ হবে, নাকি আবারও গল্প ঘুরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।