জবর খবর! এবার জুটিতে ফিরছেন হানি ও সন্দীপ্তা! তবে কি শেষ হচ্ছে শুভ বিবাহ?

স্টুডিয়োপাড়ার বাতাসে ফের নতুন গুঞ্জন। হঠাৎ করেই শুরু হয়েছে চর্চা—টেলিভিশনের পর্দায় এবার কি জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen) এবং ‘হানি বাফনা’ (Honey Bafna) ? তবে এই মুহূর্তে হানিকে দেখা যাচ্ছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে, যেখানে ‘সোনামণি সাহা’ (Sonamoni Saha) র সঙ্গে তাঁর রসায়ন ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। তবুও গুঞ্জন থেমে নেই। আর এদিকে কান পাতলেই শোনা যাচ্ছে, নাকি শীঘ্রই ‘শুভ বিবাহ’ (Shubho Bibaho) শেষ হচ্ছে।

আর সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই নতুন ধারাবাহিকে জুটি হিসেবে দেখা যাবে হানি-সন্দীপ্তাকে একসঙ্গে। এই খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয় সন্দীপ্তা সেনের সঙ্গে। তাঁর সাফ জবাব, এই খবরের কোনও ভিত্তি নেই মনে ভিত্তিহীন গুজব এটি। অভিনেত্রীর কথায়, তিনি বর্তমানে কোনও ধারাবাহিক করছেন না উল্টে তাঁর সম্পূর্ণ মনোযোগ এখন ওয়েব সিরিজ ও সিনেমাতেই রয়েছে।

পাশাপাশি, তিনি আরও জানান যে ইদানীং সমাজ মাধ্যমে নাকি কিছু অনুরাগী আবেগের বশে ভুয়ো পোস্টার তৈরি করছেন, যার জেরে এমন ভুল ধারণার জন্ম নিচ্ছে। সন্দীপ্তার স্পষ্ট বক্তব্যে এই জল্পনায় খানিকটা হলেও জল ঢেলে দিয়েছে। অন্যদিকে হানি বাফনাও এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর মতে, ‘শুভ বিবাহ’ শেষ হচ্ছে এমন কোনও সম্ভাবনাই আপাতত নেই। বরং ধারাবাহিকের গল্প এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে শেষ হওয়ার প্রশ্নই ওঠে না।

নতুন কোনও ধারাবাহিকে অভিনয়ের প্রসঙ্গেই নেই, এমনটাই জানিয়েছেন অভিনেতা। তিনি এটাও জানান, মাঝেমধ্যেই এমন ভুয়ো খবর ছড়ায়, যা আসলে একেবারে মনগড়া। যদিও ছোট পর্দায় সন্দীপ্তার দেখা না মিললেও, তিনি ব্যস্ত রয়েছেন একাধিক ওটিটি -এর কাজে, বড় পর্দার কাজেও মন দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, হানির সঙ্গে সোনামণি সাহার জুটি নিয়ে দর্শকদের আলোচনার শেষ নেই। তাঁদের অনস্ক্রিন রসায়ন সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় হলেও,

আরও পড়ুনঃ আমার বাবা মারা গেছেন, কোথায় স্বামী আমার পাশে থাকবেন, তিনি অন্য মহিলাকে নিয়ে দার্জিলিং চলে গেলেন, আমাকে তাড়িয়ে দিলেন! অরিন্দম শীলের চরিত্র মেলে ধরলেন প্রাক্তন স্ত্রী তনুরুচি

টিআরপি তালিকায় ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রাখতে পারছে না। তবে টিআরপি যেমনই হোক, সমাজ মাধ্যমের পাতায় হানি-সোনামণির জুটি, আর সন্দীপ্তা-হানিকে নিয়ে নতুন ধারাবাহিকের জল্পনা—দুয়ের মিশেলে উত্তাল ইন্ডাস্ট্রির অন্দর। সব মিলিয়ে এই নতুন জুটি না আসলেও, দর্শকদের কৌতূহল কিন্তু বিন্দুমাত্র কমছে না। আপনাদের কি মতামত? আপনারাও কি সন্দীপ্তা-হানিকে নিয়ে নতুন ধারাবাহিকে জুটিতে দেখতে চান?

You cannot copy content of this page