অহনার মাথায় রয়েছে সিঁদুর,তবে কি এবার দীপঙ্করের সঙ্গে বিয়েটা সারছেন অভিনেত্রী?

বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বর থাকার পর, হয়েছে ছন্দপতন। জ্যাস ম্যাজিকের সামনে ফিকে পড়েছে, মিশকার মা হওয়ার নাটক। এক ধাক্কায় টিআরপির (TRP) বেঙ্গল টপার থেকে নেমে ৫ নম্বরে চলে এসেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। যদিও এই ধারাবাহিকের সৌজন্যেই আজ দর্শকদের কাছে ‘মিশকা’ নামে বেশি পরিচিত হয়ে উঠেছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। খলনায়িকার ভূমিকায় অভিনয় করলেও, জিতে নিয়েছেন সিরিয়াল প্রেমীদের মন।

সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় প্রেমিক দীপঙ্করের সঙ্গে একগুচ্ছ প্রেম মাখা ছবি। সম্প্রতি তাঁর ও প্রেমিক দীপঙ্করের ছবি দেখে শোরগল পড়েছে ভক্ত মহলে। সাদাকালো মোনোক্রমে সেই ছবিতে দেখা যাচ্ছে অহনা ও দীপঙ্কর একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছেন। অহনার সিঁথিতে সিঁদুর। যে ছবি দেখেই শোরগোল পড়ে নেটপাড়ায়।

তবে কি দীপঙ্করের সঙ্গে বিয়েটা সেরেই ফেলছেন অহনা? এই নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। অহনার সাজও প্রশংসা কুড়োচ্ছে নেটমহলে। তার গ্ল্যামারের ছটায় ঘুম উড়েছে ভক্তদের। কমেন্ট বক্স জুড়ে এই জুটির প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। নেট পাড়ার সদস্যদের মধ্যে কেউ লিখেছেন,’খুব মিষ্টি লাগছে দুজনকে।’

সম্প্রতি অনুরাগের ছোঁয়া ছাড়াও, তাঁর প্রেম নিয়ে চর্চার কেন্দ্রে তিনি। দিন কয়েক আগে বুক ছিড়ে ভালোবাসার মানুষের নাম লিখেছেন অহনা। অন্যদিকে দীপঙ্করও খোদাই করেছে অহনার নাম। পছন্দের ট্যাটু পার্লারে গিয়ে ট্যাটু করানোর পুরো ভিডিওই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অহনা। সেই ভিডিও পাওয়া যাবে অহনার সামাজিক মাধ্যমে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিও আসলে শ্যুটিং-এরই দৃশ্য। যা খুব শীঘ্রই পর্দায় দেখতে পাবেন দর্শকরা। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রেমিক দীপঙ্করের জন্মদিনে দারিংবাড়িতে একান্তে সময় কাটিয়েছেন এই যুগল। কেক কেটে জন্মদিনও সেলিব্রেট করেছেন তাঁরা। রঙিন মুহূর্তের সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অভিনেত্রী।

You cannot copy content of this page