বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে বরাবর দেখা যায় দর্শকদের আকর্ষণ ধরে রাখতে নতুন নতুন চমক আনা হয় এক একটি পর্বে। কখনো নায়িকাকে মেরে দেওয়া হয়, আবার কখনো নায়ককে মেরে ফেলা হয়। আর তার উপর একের পর এক বিয়ে লেগেই আছে সিরিয়ালে।
এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক ধুলোকনা। লালন মারা গেছে। হানিমুন করতে গিয়ে জলে ভেসে গেল নায়ক। আর এত চেষ্টা করার পর নিজের প্রেমিককে বিয়ে করার পরেও ধরে রাখতে পারল না ফুলঝুরি। এই বয়সেই বিধবা হতে হলে তাকে। গোটা বাড়িতে এখন শোকের পরিস্থিতি।
আর এই সবকিছুর জন্য সকলের মনে হচ্ছে তাই একজনই। সে আর কেউ নয় চড়ুইয়ের মা চান্দ্রেয়ি। এই চরিত্র কে যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী অনিন্দিতা। এটুকু পড়ে আশা করি বুঝতে পেরেছেন এই চরিত্রটি সম্পূর্ণ নেগেটিভ চরিত্র।
এবার এই অভিযোগ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন গোপন তথ্য। বেশ করুন মুখে একটি ছবি পোস্ট করেছেন তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ লেখা। আসলে প্রথম থেকেই যেহেতু এই চরিত্র ক্ষতি চেয়ে এসেছে ফুলঝুরির তাই এখন আর কেউ তাকে বিশ্বাস করছে না। দর্শকরাও বলছে সেই পরোক্ষভাবে খুন করেছে লালনকে।
কিন্তু সত্যিই কি এই খুনটা সে করেছে? চারিদিকে এত নেতিবাচক মন্তব্য দেখে শেষমেষ সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে একটা পোস্ট করে ফেললেন অনিন্দিতা। লিখলেন আআমি খুন করিনি। বিশ্বাস করুন আপনারা আমি লালনকে খুন করিনি। কিন্তু এখন আর কেউ তাকে বিশ্বাস করতে চাইছে না সে যতই কাকুতি মিনতি করুক। দর্শকরা সবাই হেসে উড়িয়ে দিল তার লেখা সেই দাবি। কেউ কেউ বলছে খুনি এরকম মিষ্টি হলে আর কী চাই। আবার কেউ বলছে মেজমামনি তোমার সব প্ল্যান বানজাল।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!