দেবী রূপে তিনি অনবদ্য! আবারও কালী রূপে পর্দায় ফিরছেন পায়েল দে! কবে আসছে নতুন ধারাবাহিক?

তাঁর চেহারার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতার ছাপ। বরাবরই মা কালী এবং দুর্গা রূপে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। নতুন চমক নিয়ে আবারও কালী রূপে ফিরছেন অভিনেত্রী ‘পায়েল দে’ (Payel Dey)। ‘দুর্গা’ (Durga) ধারাবাহিকে দেবী রূপে তাঁর অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিকে কালী রূপে তাঁকে দেখে আবারও মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। হঠাৎই সমাজ মাধ্যমে পায়েলের কালী রূপের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে।

দেখে বোঝাই যাচ্ছে পুরনো কোনও ধারাবাহিকের দৃশ্য এটি নয়। স্বাভাবিক ভাবেই গুঞ্জন শুরু হয়, তবে কি আবারও নতুন কোনও ধারাবাহিকে দেবী রূপে ফিরছেন অভিনেত্রী? কিন্তু বাস্তবটা একটু আলাদা। নতুন ধারাবাহিক নয়, বরং বর্তমানে যে ধারাবাহিকে অভিনয় করছেন, সেই সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ (Kon Se Aalor Swapno Niye) তেই ধরা দিচ্ছেন এই রূপে। ধারাবাহিকের গল্পে তাঁকে গৃহবধূর চরিত্রেই দেখা যাচ্ছিল।

কিন্তু এবার গল্পে আসছে এমন এক মোড়, যেখানে ‘আলো’-র চরিত্রেই তিনি রূপ নেবেন দেবী কালীর। গল্প অনুযায়ী, আলো এবার আর অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ করে বসে থাকবে না। অপরাধ ও দমন-পীড়নের বিরুদ্ধে সে হয়ে উঠবে এক প্রতিরোধী শক্তি। আর এই শক্তির প্রকাশ ঘটবে দেবী কালীর রূপেই! সমাজমাধ্যম ইতিমধ্যেই সরগোল পড়ে গিয়েছে, পায়েলের এই ছবি নিয়ে।

এখন দর্শকদের মধ্যে কৌতূহল চরমে, কীভাবে বদলে যাবে গল্পের গতিপথ? কীভাবে এক সাধারণ নারী আলো হয়ে উঠবে মা কালী? ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছে, এই অংশের জন্য বিশেষ মেকআপ ও সেট ডিজাইন করা হয়েছে যাতে পায়েলের দেবী রূপ যথার্থভাবে ফুটে ওঠে, পায়েল নিজেও এই চরিত্র নিয়ে দারুণ উত্তেজিত, জোর কদমে চলছে শুটিং।

আরও পড়ুনঃ হেমা মালিনীর সঙ্গে উঠেছিল তুলনা! যাঁকে কেউ চাননি, তিনিই হয়ে উঠেছিলেন গল্পের প্রধান স্তম্ভ!— শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমায় কিভাবে সুযোগ পেয়েছিলেন অনামিকা সাহা? ফের পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে ফিরছেন তিনি!

এদিক পায়েল বলেছেন, “দেবীর চরিত্রে অভিনয় মানেই শুধুই সাজগোজ নয়, একটা শক্তিশালী ভাবনার প্রকাশ। আলোর এই রূপ বাস্তব জীবনের বহু মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে।” ধারাবাহিক প্রেমীদের জন্য নিঃসন্দেহে এটি এক নতুন চমক। আপনাদের পায়েলের অভিনয় কেমন লাগে? আবার কি মা কালী হিসেবে দেখতে চান? জানতে ভুলবেন না।