স্টার জলসা সিরিয়াল গুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার মধ্যে নতুন সিরিয়াল হলো সন্ধ্যাতারা (Sandhyatara)। শুরু থেকে জমজমাট এপিসোড হচ্ছে এবং মাঝে মাঝেই বেশ কিছু চমক আসছে যার ফলে দর্শকদের আকর্ষণ এই সিরিয়ালের প্রতি আরো যেন বেড়ে যাচ্ছে।
দুই বোনের গল্প নিয়ে এই সিরিয়াল শুরু হয়েছিল যেখানে সন্ধ্যা এবং তারা আকাশকে ভালবাসত। মেজদির ভালোবাসার কথা জানতে পেরে নিজের ভালোবাসার স্বার্থ ত্যাগ করেছিল তারা। আকাশ জানত না তারা সন্ধ্যার বোন আর সন্ধ্যাও জানে না যে তার ছোট বোনকেই ভালোবাসতো তার স্বামী। তবে ঘটনাচক্রে আস্তে আস্তে সমস্ত কিছু সামনে আসছে।
ইতিমধ্যেই দেখা গেছে যে আকাশ তারার কথা শুনে ফেলেছে এক মন্দিরে গিয়ে এবং সেখানেই এসে তারা মুখ থেকে তার এবং সন্ধ্যার নাম জেনে ফেলেছে। আসলে তারা বরাবর দুজনকে সুখী দেখতে চেয়েছে বলে দুজনের থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে। আরে ভাই এটা কি খারাপ ভেবেছে এবং অন্যরকম মনে করেছে আকাশ। তাই সে চায় বাড়ির সবার সামনে সত্যিটা আসুক বিশেষ করে সন্ধ্যা এবং তারা তার সঙ্গে যেটা করেছে সেটার শাস্তি পাক।
আর সন্ধ্যা বাড়ি ফিরে আসার খুশিতে তার শাশুড়ি যে পার্টি দিয়েছে সেখানেই তারাকে নিয়ে আসা হয়। শেষমেষ আকাশ সন্ধ্যার কথা ভেবে সত্যিটা বলতে পারেনা এবং বাধ্য হয়ে বলে যে তার প্রাক্তন প্রেমিকার নাম নয়নতারা এবং সন্ধ্যার বোনের নাম তারা তাই সকলে হয়তো সেটাকে গুলিয়ে ফেলেছে। আর এরপরেই সন্ধ্যা আনন্দে আপ্লুত হয়ে যায় যে তার বোন এবং তার স্বামী এমন কিছু কাজ করেনি।
এদিকে আজকের পড়বে দেখা যাবে যে এপিসোডের শেষের দিকে নীল হঠাৎ একজনকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এসেছে। এই দৃশ্য দেখে সন্ধ্যা ক্ষেপে গেছে। সে ত্রিশূল দিয়ে মারতে চায় তার সতীনকে। আর তখনই মেয়েটি মাটিতে পড়ে যায় এবং তার ঘোমটা খুলে দেখা যায় সে আসলে তারা। এটা কি সত্যি নাকি কারুর স্বপ্ন? সেটা যাই হোক না কেন দর্শকদের প্রশ্ন প্রোমো ছাড়া এমন একটা দুর্দান্ত এপিসোড হল কেন? ‘এবার দেখছি জলসা সন্ধ্যাতারার সাথেও এমন করছে’, মন্তব্য ভক্তদের।