“বাস্তব জীবনে সূর্য-দীপা বিয়ে করে নিক” চাইছেন দর্শকরা, ভক্তদের দাবি শুনে কি বললেন দিব্যজ্যোতি- স্বস্তিকা?

স্টার জলসার অন্যতম পপুলার এবং লঙ্গেস্ট রানিং সিরিয়াল হলো “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa)। ২০২২ সালের ফেব্রয়ারিতে শুরু হয় এই সিরিয়াল প্রধান চরিত্র ‘সূর্য ও দীপা’ কে নিয়ে। দীপা (Swastika Ghosh) একজন শ্যামবর্ণ মেয়ে যার স্বপ্ন অনেক বড় অন্যদিকে সূর্য (Dibyojyoti Dutta) একজন প্রতিষ্ঠত ডক্টর। এদের জীবনে খলনায়িকা ‘মিশকা’। গল্প যত এগিয়েছে ততো বেশি দর্শক এর সাথে যুক্ত হয়েছে। সম্প্রতি ৩ বছর পূর্ণ করলো এই সিরিয়াল। সিরিয়াল ইতিমধ্যেই মুখ বদল দেখা দিয়েছে। এরই মাঝে,

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুজনে একসাথে ভাগ করে নিলেন তাঁদের এতগুলো দিনের অভিজ্ঞতা। ছোটো পর্দায় সূর্য-দীপা অত্যন্ত জনপ্রিয় একটি জুটি। এই বিষয়ে তাদের কি বক্তব্য জানতে চাওয়া হলে তারা বলেন, “তিন বছর খুব একটা কম সময় নয় বরং এর বেশি সময় ধরেই আমরা এই সিরিয়ালের সাথে যুক্ত রয়েছি। একটা সিরিয়াল যখন ৩৬৫ দিন সম্প্রচার করা হয় আধা ঘন্টার জন্য তখন আমাদের প্রত্যেকদিনই শুটিং করতে হয়”। দীপা এই প্রসঙ্গে বলেন, “দর্শকদের থেকে যে ভালোবাসা আমরা পাই তার পরিবর্তে এই কাজের চাপ আমার বেশ ভালো লাগে”।

Bengali serial

এরপর তাদের প্রশ্ন করা হয় তিন বছরে একে অপরের সাথে সম্পর্কের সমীকরণ ঠিক কি রকম? উত্তরে দীপা বলেন, “তিন বছরে কেরিয়ার লাইফে যেমন পরিবর্তন এসেছে, পার্সোনাল লাইফেও অনেক পরিবর্তন এসেছে। আশা করি দর্শক দেখে বুঝতেই পারবেন”। সূর্যর মতে দীপার সাথে তার কঠিক সিন ও সহজ লাগে। তাড়াহুড়োতে যখন হাতে সময়ে কম থাকে প্রিপারেশন এর জন্য তখন তিনি দীপাকেই ভরসা করেন। এরপর তাদের জানতে চাওয়া হয় এত ঘন ঘন লিভ দেখানো হচ্ছে তারা ঠিক কতটা প্রিপেয়ার?উত্তরে তারা বলেন, প্রিপারেশনের কোন টাইমই তারা পান না।

আরও পড়ুনঃ ফের টেলিভিশনে স্যান্ডি সাহা! ‘এলজিবিটিকিউ’ মানুষদের আর‌ও বেশি করে অভিনয়ে আসা উচিৎ! দাবি দর্শকদের

এমনও হয় সেটে আসার পরে তারা জানতে পারেন, কি সিনের শুটিং হবে। নতুন সোনা রুপার চরিত্র বদলে তাদের মতামত এদিন জানতে চাওয়া হলে তারা বলেন, “এখনো কোন সিন তাদের সাথে শুট হয়নি তবুও ভালো লাগছে নতুন মুখ দেখে”। এদিন হোলির প্রিপারেশন কেমন চলছে জানতে চাওয়া হলে দুজনের মুখেই ছুটি নিয়ে দুশ্চিন্তা দেখা যায়। ইউটিউবে এই ভিডিও প্রকাশের পরই, কমেন্ট বক্সে তাদের প্রিয় জুটিকে নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যায়।

কেউ কেউ লেখেন “অন স্ক্রিনে সূর্য-দীপাকে এত ভালো লাগে, তারা রিয়েল লাইফে পার্টনার হলে আরো ভালো লাগবে”। কেউ কিন্তু সোজা সৌর্যকে বলেই বসেন “দিপাকে বিয়ে করে নেওয়ার কথা”। আবার কারোর মতে “দীপা আর সৌর্যর জন্যই তারা এই সিরিয়াল দেখেন”। আরেক পক্ষ আবার বলেছে “নতুন সোনার রুপা সৌর্য ও দিপার সম্পর্কে নতুন মাত্রা দেবে”। সব মিলিয়ে বলাই চলে ছোট পর্যায় সূর্য-দীপা বর্তমানে সব থেকে অনপ্রিয় জুটির মধ্যে একটি। দর্শকদের মন রাখতে সত্যিই কি সূর্য দীপা বিয়ে করবেন? উত্তর সময়ই বলে দেবে।