হবে ধামাকা! বাংলা ছেড়ে এবার হিন্দি টেলিভশনের পর্দা কাঁপাবে কথা-অগ্নিভ জুটি! এবার হিন্দিতে আসছে তাদের মেগা

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) হিন্দি রিমেক নতুন বিষয় নয়। হামেশাই বাংলা ধারাবাহিকের চাহিদা তুঙ্গে। তেমন চাহিদা তুঙ্গে বাঙালি অভিনেতাদেরও। বাংলা ভাষায় তৈরি ধারাবাহিক রিমেক হয় নানা ভাষায়। অনেক সময় ডাব ভার্সনও সম্প্রচারিত হয় হিন্দি চ্যানেলগুলিতে।

বলাই বাহুল্য, অনেক অভিনেতা-অভিনেত্রীও আছেন না যারা বাঙালি টেলিভিশন ছেড়ে পাড়ি জমিয়েছেন হিন্দিতে। সেই তালিকায় রয়েছেন দেবচন্দ্রিমা, কুরশল। বিশেষত, স্টার জলসার (Star Jalsha) ধাররাবাহিকগুলি সামান্য জনপ্রিয় হলেই হিন্দি সম্প্রচার শুরু হয় স্টার প্লাসে (Star Plus)। এতদিন স্টার প্লাসে সম্প্রচারিত হতো জলসার হিট মেগা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। আচমকা এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করেছে চ্যানেল।

Anurager Chhowa

বন্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া

অনুরাগের আচমকা সম্প্রচার বন্ধ নিয়ে এক দর্শক সমাজমাধ্যমে প্রতিবাদে সরব। তিনি লিখছেন, ‘অনুরাগের ছোঁয়ার হিন্দি ডাবিং আজ থেকে বন্ধ করে দেওয়া হলো। স্টার প্লাস- এর মতো স্বার্থপর চ্যানেল আর একটাও আমি দেখিনি হিন্দি টেলিভিশন জগতে। যেই সিরিয়াল তাদেরকে মর্নিং স্লটে এত বেশি টিআরপি দিলো অনলাইন এর যুগে এবং টিআরপির লোভে ৩-৪ ঘণ্টা টাইম বাড়িয়ে করতে বাধ্য হয়েছিলো, আজ সেটাকেই হুট করে বন্ধ করে দিলো।’

অনুরাগের বদলে স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক

অনুরাগ বন্ধ করে স্টার প্লাসের ওই স্লটে আসছে জলসার আরেকটি টিআরপি টপার মেগা ‘কথা’। কথা প্রসঙ্গে আরেক ধারাবাহিকপ্রেমী লিখছেন, ‘আজ থেকে সেই স্লটে ‘কথা’র হিন্দি ডাবিং দেখানো হবে। বাংলা ছেড়ে এবার হিন্দি টেলিভিশনের পর্দা কাঁপাবে কথা-অগ্নিভ জুটি!’

ওই ধারাবাহিকপ্রেমী নেটনাগরিক আরও লিখছেন, ‘হিন্দিতে আসছে কথা-অগ্নিভর নতুন ধারাবাহিক। বাংলা টেলিভিশন ছেড়ে এবার হিন্দিতে অভিনয় করে জাতীয় স্তরের পরিচিতি লাভ করতে চলেছে কথা ও অগ্নিভ।’

আরও পড়ুন: ননদ-বৌদির সম্পর্ক মানেই ক্যা চাল, ঝগড়া এমনটাই দেখায় সমাজ! আর সেখানেই ব্যাতিক্রমী সম্পর্কের গল্প বলছে রাই ও তার মাতৃতুল্য বৌমনি!

অর্থাৎ, অনুরাগের টিআরপি কম। তাই জলসার আরেকটি মেগা ‘কথা’র হিন্দি ডাব ভার্সন সম্প্রচারিত হবে ওই স্লটে। তারা নতুন ধারাবাহিকের অভিনয় করছেন না। তাই এবার স্থানীয়স্তরের খ্যাতি ছাড়িয়ে জাতীয় স্তরের খ্যাতি অর্জন করতে চলেছে বাংলা ধারাবাহিকদের অন্যতম প্ৰিয় কথা-অগ্নিভ জুটি।

Back to top button