দীর্ঘদিন কর্মহীনতা, মানসিক অবসাদের অন্ধকার পেরিয়ে ফের আলোয় ফিরেছেন অভিনেত্রী ‘অন্বেষা রায় মুখোপাধ্যায়’ (Anwesa Ray Mukhopadhyay)। একসময় ‘সোহাগ চাঁদ’-এর সোহাগ হয়ে যিনি ছোটপর্দার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, সেই অন্বেষাই আজ আবারও নিজের প্রতিভায় নতুন অধ্যায় লিখছেন। একসময় ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ খেতাব জেতা এই অভিনেত্রী নিজের বাস্তব জীবনের অনুপ্রেরণাতেই পেয়েছিলেন প্রথম বড় সুযোগ! কিন্তু জীবনের ছন্দ সবসময় সমান থাকে না।
তাঁর এই নতুন প্রত্যাবর্তন শুধু টেলিভিশনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। জানা গেছে, বলিউডের নামী কাস্টিং ডিরেক্টরের সংস্থা থেকে নাকি তাঁকে ডাকা হয়েছিল— কার্তিক আরিয়ানের পরবর্তী ছবিতে এক বাঙালি চরিত্রের জন্য অডিশনও দিয়েছেন অন্বেষা। যদিও সেই ফলাফল এখনও জানা যায়নি, তবে এমন সুযোগই যেন তাঁকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস, নতুন গতি। তবে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর নতুন ধারাবাহিক ‘কম্পাস’ (Compass), যা সম্প্রচারিত হচ্ছে স্টার জলসায়।
এই ধারাবাহিকে অন্বেষা অভিনয় করছেন ‘মেঘমালা’-র ভূমিকায়— একজন সংবেদনশীল, দৃঢ়চেতা নারী, যিনি নিজের বুদ্ধি, মমতা আর মানবিকতায় চারপাশের মানুষকে প্রভাবিত করেন। দর্শকরা বলছেন, মেঘমালা চরিত্রে অন্বেষা যেন একেবারে প্রাণ ঢেলে দিচ্ছেন। সম্প্রতি এক দর্শক সামাজিক মাধ্যমে লিখেছেন, “মেঘমালা চরিত্রটা যত দেখি, তত অবাক হই, আর আরও প্রেমে পড়ে যাই তার উপর! আজকের পর্বে বৌদি মেঘমালা যেভাবে দেওর ভিভানকে বোঝালো, সেটাই ছিল দিনের সেরা দৃশ্য।”
এমন প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে, দর্শকের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এই চরিত্র। মেঘমালার সবচেয়ে বড় শক্তি, তার মানবিক দৃষ্টিভঙ্গি। যখন বাড়ির সবাই কম্পাস-এর বিপক্ষে, তখনও মেঘমালা সত্যের পাশে দাঁড়িয়ে থাকে। সে ভিভানকে বলে, “নিজের বুদ্ধি দিয়ে সবটা ভেবে দেখো।” অন্বেষা এই সংলাপের মুহূর্তে এমন এক আবেগময়তা এনে দিয়েছেন, যা পর্দার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে দর্শকের মনে। এমন অভিনয়ই প্রমাণ, শিল্পী কখনও হারিয়ে যান না, তিনি কেবল ফিরে আসার সঠিক মুহূর্তের অপেক্ষা করেন।
আরও পড়ুনঃ “বিকৃত মানসিকতার বার্তা দিচ্ছে, একটার পর একটা শুধু আ’ত্মহ’ত্যা দেখিয়ে যাচ্ছে!” “এতগুলো ঘুমের ওষুধ খেয়ে বুবলাই বাঁচলে, প্লুটোর সাথে অন্যায় হয়েছে!”— ‘চিরসখা’-তে বুবলাইয়ের আত্মহ’ননের দৃশ্য নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনা! বারবার আত্মহ’ননের দৃশ্য নিয়ে সামাজিক বার্তা প্রসঙ্গে তীব্র ক্ষোভ দর্শকদের!
আজ অন্বেষা রায় মুখোপাধ্যায় শুধু একজন অভিনেত্রী নন, তিনি আত্মবিশ্বাসের ভরপুর একজন শিল্পী, যিনি নিজের চরিত্র প্রাণ ঢেলে তাকে আরও বাস্তব করে তুলছে। ‘কম্পাস’-এর মেঘমালা হয়ে তিনি দেখাচ্ছেন, দৃঢ়তা আর মমতার মিশেলে এক নারী কেমন করে চারপাশে আলো ছড়াতে পারে। দর্শকের ভালোবাসা, নতুন নতুন সুযোগ আর নিজের নিষ্ঠা— সব মিলিয়ে অন্বেষার জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আপনাদের কেমন লাগছে মেঘমালা চরিত্রে অন্বেষার অভিনয়?






