জলসার নকল করেই চলছে জি বাংলার! ‘দেশের মাটি’কে হুবহু টুকে দিয়েছে ‘মিত্তির বাড়ি’! তীব্র কটাক্ষ দর্শকদের

র্তমানে টেলিভিশন পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial) আসছে। প্রত্যেকটি ধারাবাহিক নিজেদের দিক থেকে অভিনব। তবে অনেক ধারাবাহিকের সঙ্গে অতীতের ধারাবাহিক-এর মিল পাচ্ছেন দর্শক। জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের কামব্যাক বেশ কিছু সিরিয়ালকে হিট করছে। আবার বহু সিরিয়াল শুরুর আগেই দর্শক মহলে বাড়ছে চাপা গুঞ্জন।

জলসার নকল করে সিরিয়াল এনেছে জি বাংলা!

সম্প্রতি জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ হয়েছে। এই ধারাবাহিকের নাম ‘মিত্তির বাড়ি’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায় ও অভিনেত্রী পারিজাত চৌধুরী। তবে এই মেগা সিরিয়াল নিয়ে দর্শক মহলে অসন্তোষ বাড়ছে। কেন? দর্শকদের দাবি, এই সিরিয়াল হুবহু নকল করা।

মিঠাইয়ের পর পুনরায় টেলিপর্দায় ফিরেছেন অভিনেতা আদৃত রায়।‌ নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ির’ মাধ্যমে। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে, মিত্তিরবাড়িতে পুজো। কিন্তু সেখানে আগের মতো জাঁকজমক নেই। আর তাই পুরোনো জিনিস দিয়েই চলছে মণ্ডপ সজ্জা। গোটা বাড়িকে নিজের হাতে সাজিয়েছে জোনাকি। কিন্তু এসব দেখে মিত্তিরবাবু তাঁর গিন্নিকে বলছেন হাজার হোক, একজন বাইরের মেয়ে কি মিত্তির বাড়ির ঐতিহ্য ধরে রাখতে পারবে? আর তখনই দেখা যায়, ঢাক বাজাতে বাজাতে মিত্তির বাড়িতে ঢোকে মিত্তিরবাড়ির নাতি। এই চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়।‌

সবাই আসতেই পুজোর দিনে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়। তখন জোনাকি মিত্তির বাড়ির নাতিকে গিয়ে বলে, সে কি মিথ্যে বলে সবাইকে নিয়ে এল? আর চেনা মেজাজে আদৃত বলেন, “আই হেট লাই!” অনেকেই বলছেন, চেনা মেজাজে ফিরেছেন আদৃত। দর্শকরা বলছেন, ‘মিত্তির বাড়ি’ যেন ‘মিঠাই ২’।‌ তবে অনেকেই এই ধারাবাহিকের সঙ্গে জলসার একটি সিরিয়ালের মিল পাচ্ছেন।

আরও পড়ুনঃ বাবাকে অনুসরণ করে জীবনে এগোচ্ছেন সাইনা! অভিষেক চ্যাটার্জির পর মন্ত্র বলে পুজো করলেন পর্দার রূপা

দর্শকদের মত, ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি পুরো নব্বই শতাংশ হুবহু নকল স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের। দেশের মাটি ২০২১ সালে ৮ জানুয়ারি শুরু হয়ে প্রায় ১০ মাস চলার পর মাত্র ২৯৭ টা এপিসোড এ শেষ হয়। ধারাবাহিকটি শেষ হয়েছিল ২০২১ সালের ৩১ অক্টোবর। আশ্চর্যভাবে দেখা যায়, ওই একই দিনে প্রোমো রিলিজ করেছে জি বাংলা। তার সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করছেন টেলিদর্শকেরা।

You cannot copy content of this page