বড়পর্দা ছাড়িয়ে এবার ছোটপর্দায় আসতে চলেছে ‘বাঘাযতীন’ (Baghajatin)। গত বছর দুর্গাপুজোর সময় রিলিজ হয়েছিল একগুচ্ছ হিট বাংলা ছবি। সেগুলির মধ্যে অন্যতম বাঘাযতীন। টলিউডের (Tollywood) বর্তমান সুপারস্টার দেবের (Dev) ‘বাঘাযতীন’ কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জির বীরত্বের কাহিনি অবলম্বনে। দর্শকদের মহলেও বেশ সাড়া ফেলেছিল এই সিনেমা।
স্টার জলসায় আসছে ‘বাঘাযতীন’
স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে ধামাকা। প্রথমবারের জন্য ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সুপারস্টার দেব (Dev) অভিনীত ‘বাঘাযতীন’ (Baghajarin)। ২৩শে জুন টিভির পর্দায় দেখা মিলবে বাঘাযতীন বেশধারী দেবের। পর্দায় যতীন্দ্রনাথকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দেখবে দর্শকরা।
এই প্রথম বাংলা সিনেমার ইতিহাসে কোনও সিনেমার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাযতীন সিনেমার অভিনেতা থেকে কলাকুশলীরা। অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেব জানান, স্টার জলসার সঙ্গে তাঁর সম্পর্কaa বহুদিনের। ২০০৮-এ যখন প্রথম জলসা চ্যানেল হিসেবে প্রকাশ্যে আসে তখন জলসা ব্রান্ডের মুখ ছিলেন দেব।
এদিন অনুষ্ঠানে ছিল তারাদের হাট। ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন সৃজা দত্ত। সবে স্কুলের গণ্ডি ডিঙিয়ে কলেজে উঠছিলেন অভিনেত্রী। তারমধ্যেই এত বড় সুযোগ। এদিনের অনুষ্ঠান আরও মুখরিত হয়েছিল নীলাঞ্জনের গানে।
আরও পড়ুন: বাবার কথায় কি স্রোতকে বিয়ে করবে সার্থক? বাস্তবেও কী গাঢ় হচ্ছে মৈনাক এবং স্বপ্নীলার সম্পর্ক?
অভিনেতা দেব ছবি প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যাঁদের নাম লেখা আছে তাঁদের কথা নিজের কাজের মাধ্যমে তুলে ধরতে চান অভিনেতা। যেমন তুলে ধরেছিলেন নগেদ্রপ্রসাদ সর্বাধিকারীর কথা। বাঘাযতীনও তেমন একজন।