লাগাতার টিআরপিতে ধামাকা ফুলকির! জি বাংলার দাপটের সামনে স্টার জলসার মান রক্ষা করল গীতা, কথা!

বাংলা ধারাবাহিক দীর্ঘ সময় যাবৎ বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরেই এই বাংলা ধারাবাহিক বাঙালি দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। তবে আগে এই বিনোদনের ক্ষেত্রে টিআরপি নামক বিষয়টির খুব একটা গুরুত্ব না থাকলেও এখন অবশ্য বাংলা সিরিয়াল টিআরপিই (Bangla Serial TRP) বাংলা ধারাবাহিকের (Bengali serial) দুনিয়ায় শেষ কথা।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের সাফল্য নির্ণয় করা হয় এই টিআরপি মাধ্যমেই। অর্থাৎ যে ধারাবাহিকের টিআরপি নম্বর যত ভালো সেই ধারাবাহিকের জনপ্রিয়তা, টেলিভিশনের পর্দায় থাকার মেয়াদও তত বেশি বলেই গণ্য করা হয়। বলাই বাহুল্য, এখন ধারাবাহিকের সাফল্য নির্ধারণ করে এই টিআরপি তালিকার ওপরেই।

bengali trp

আর তাই দর্শক থেকে শুরু করে ধারাবাহিকের কলাকুশলী এখন সবার‌ই মাথাব্যথা টিআরপি নম্বর নিয়ে। উল্লেখ্য, যে ধারাবাহিকের টিআরপির নম্বর যত ভালো সেই ধারাবাহিকের গ্রহণযোগ্যতাও তত বেশি। শুধু কী তাই? শুধুমাত্র টিআরপি কম বলেই কত ধারাবাহিক ৩-৪ মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে মিঠাই, গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী বিভিন্ন ধারাবাহিক টিআরপি তালিকায় নিজেদের আধিপত্য দেখিয়েছে। এমনকি জি বাংলার নিম ফুলের মধু টিআরপিতে প্রথম স্থান দখল করছিল। তবে এখন এসে গেছে ফুলকি। শুরুর পর থেকেই টিআরপি তালিকার প্রথম পাঁচে দাপট দেখিয়েছে ফুলকি।

তবে গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে একেবারে প্রথম স্থানে উঠে আসে এই ধারাবাহিকটি। আর এই সপ্তাহেও তার অন্যথা হল না। চলতি সপ্তাহে টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে শুধুই দাপট জি বাংলার। যেখানে একমাত্র গীতা এলএলবি ও কথা মান রক্ষা করেছে স্টার জলসার।

আরও পড়ুনঃ শত্রুকে পরাস্ত করে ফের জয় হল দীপার! বধূ নির্যাতনের অপরাধে গ্রেফতার হল ভিক্টর! রক্ষা পেল তিস্তার জীবন

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

1st •• ফুলকি ৮.৪
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• জগদ্ধাত্রী / গীতা LLB ৭.৮
4th •• কোন গোপনে ৭.২
5th •• কথা ৭.০