বাংলা টেলিভিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলি দর্শকদের ভীষণ প্রিয়। আর সেই ধারাবাহিকতাতেই জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড হোক বা স্টার জলসার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড হোক এই দুটি দেখার জন্য উদগ্রীব থাকেন দর্শকরা।
জি বাংলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়ে গেলেও এখনও বাকি রয়েছে স্টার জলসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানটি দেখার জন্য উৎসুক দর্শকরা। আর এই মুহূর্তে জলসার পর্দায় সব থেকে সফল এবং জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া।
টিআরপি তালিকায় শীর্ষস্থানে থাকা এই ধারাবাহিকটি যে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে বেশ কয়েকটি পুরস্কার জিতে নেবে তা বলাই বাহুল্য। তবে জানা যাচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে এই ধারাবাহিকটি এমন তিনটি পুরস্কার পেতে চলেছে যা দর্শকদের কল্পনার অতীত। কী কী সেই পুরস্কার?
জানা যাচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা খলনায়িকার পুরস্কার যেমন পেতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসল খলনায়িকা মিশকা তেমনই তাঁর সঙ্গেই সেরা খল নায়িকার পুরস্কার পেতে চলেছেন নায়ক সূর্য সেনগুপ্তর মা লাবণ্য সেনগুপ্ত। আর জানা যাচ্ছে সেরা খলনায়কের পুরস্কার পেতে চলেছেন খোদ নায়ক সূর্য সেনগুপ্ত।
কিন্তু কেন? এর কারণ হিসেবে জানা গেছে, সব সত্যি জেনেও সূর্য-দীপা-সোনা-রূপাকে এক করার কোনও চেষ্টাই করছে না লাবণ্য সেনগুপ্ত। অন্যদিকে মিশকার শয়তানি ধরতে না পারলেও দীপার ওপর মান অভিমানের পালা যেন বন্ধই হচ্ছে না সূর্যর। দীপাকে অবিশ্বাস করাই যেন সূর্য ওর জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর মিশকা তো আসল অর্থেই শয়তান। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো উপরিউক্ত পুরস্কার গুলি সম্পূর্ণভাবেই ভক্তের কল্পনার ফল।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার