নায়িকা হিসেবে ‘উমা’তে বাজিমাত! বর্তমানে ‘চিরসখা’, ‘ভোলে বাবা পার করেগা’তে পার্শ্বচরিত্রে অসাধারণ অভিনয় সত্ত্বেও কেন নায়িকার আসন অধরা শিঞ্জিনীর? প্রতিভায় তুখোড় তিনি, তবু কেন তাঁকে প্রধান চরিত্রে ভাবছে না কেউ? প্রশ্ন তুলছে নেটপাড়া

ছোটপর্দার অভিনেত্রী ‘শিঞ্জিনী চক্রবর্তী’ (Shinjini Chakraborty), এই নামটা এখন দর্শকদের কাছে যেন বিশেষ আলোচনার কেন্দ্রে থাকে সবসময়। ‘চিরসখা’-য় (Chiroshokha) বর্ষা চরিত্রে তাঁর উপস্থিতি এতটাই শক্তিশালী যে অনেকেই প্রশ্ন তুলছেন, এত ভাল অভিনেত্রী হয়েও কেন তাঁকে আবার নায়িকা হিসেবে দেখা যাচ্ছে না? জি বাংলার ‘উমা’ ধারাবাহিকের সময় তিনি যেভাবে প্রধান চরিত্রকে নিজের অভিনয়ে জীবন্ত করেছিলেন, সেই স্মৃতি এখনও দর্শকদের মনে তাজা। তাই ভক্তদের বড় অংশই আশা করছেন, ‘শিঞ্জিনী যেন আবারও একদিন মূল নায়িকার আসনে ফিরে আসেন!’

তবে নায়িকা হোন বা না হোন, ‘চিরসখা’র বর্ষা হিসেবে শিঞ্জিনী যে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। বর্ষার স্পষ্টভাষী, কখনও তীক্ষ্ণ তো কখনও অকপট ভাবে সত্য বলে দেওয়ার স্বভাব যেমন একদিকে তাঁকে নেতিবাচক চরিত্রের তালিকায় ফেলেছে। আবার, অন্যদিকে অনেক দর্শকের কাছে তাঁকে করেছে বাস্তবতার মুখ। বর্ষার সংলাপ, অভিব্যক্তি আর যুক্তিগুলো এমনভাবে শিঞ্জিনী ফুটিয়ে তোলেন যে অনেকে খল চরিত্র হওয়া সত্ত্বেও তাঁকে সমর্থন করেন।

‘চিরসখা’ ধারাবাহিকটি আসলে মধ্য বয়সের দু’জন মানুষের জীবনের উত্থান-পতনের গল্প। যেখানে হাসি-কান্না, টানাপোড়েন সবই একসঙ্গে এগোয়। আর সেই আবেগের ভিড়েই বর্ষা হয়ে উঠেছে এমন এক চরিত্র, যাকে নিয়ে সমাজ মাধ্যমে এখন আলোচনা থামছেই না। কারোর মতে, ‘চিরসখা দেখা শুধু বর্ষার জন্য’, তো কেউ বলছে, ‘এই বয়সে এমন অভিনয় খুব কম অভিনেত্রী পারেন।’ দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও একটাই কথা যে, শিঞ্জিনী বর্ষার চরিত্রটাকে নিজের পরিশ্রম আর দক্ষতায় দর্শকের মনে বসিয়ে দিয়েছেন।

শিঞ্জিনীর অভিনয়ের শক্তি হলো, তিনি কোনও চরিত্রকে কখনওই সাজিয়ে তোলেন না বরং সেটাকে স্বাভাবিকভাবে বাঁচিয়ে তোলেন। তাই ‘চিরসখা’ হোক বা ‘ভোলে বাবা পার কারেগা’, নায়িকার বোনের ছোট ভূমিকা থেকেও তিনি নিজের ছাপ রেখে যান। তাঁর মুখাভিনয়, কথা বলার ধরন, দৃশ্যে দখল মিলিয়ে স্পষ্ট বোঝা যায় অভিনেত্রী হিসেবে তিনি কতটা আত্মবিশ্বাসী আর পরিণত। নেতিবাচক চরিত্রে কাজ করা অনেক অভিনেতার মাঝেই দ্বিধা দেখা যায়, কিন্তু শিঞ্জিনী সেই ভয়কে আলাদা জায়গা দিয়েছেন, নিজেকে প্রমাণের সুযোগ হিসেবে।

আরও পড়ুনঃ ‘ওকে একাই লড়তে হবে…আমি কিছুই করতে পারব না!’ ‘সাফল্যের ঝলকানি যত কম, ততদিন টিকবে’ তৃষাণজিৎকে হুশিয়ারি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রের! টলিউডে পা রাখতে চলা ছেলেকে, কী ব্যতিক্রমী উপদেশ বাবা প্রসেনজিতের?

দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার এই ক্ষমতাই অনেকের মনে প্রশ্ন তুলছে, তাহলে প্রধান চরিত্রে আবার তাঁকে দেখা যাচ্ছে না কেন? হয়তো প্লটের চাহিদা, হয়তো নির্মাতাদের সিদ্ধান্ত, কিন্তু ভক্তদের প্রত্যাশা ধীরে ধীরে বাড়ছে। উমার মতো আবারও কেন্দ্রীয় চরিত্রে তাঁকে দেখতে চান অনেকে, যেখানে তাঁর প্রতিভা আরও বড় জায়গায় প্রকাশ পাবে। আপাতত বর্ষা চরিত্রেই শিঞ্জিনী সাড়া ফেলে চলেছেন। তবে, পরবর্তী ধারাবাহিকে নায়িকা হিসেবে ফের তাঁকে দেখা যাবে, এই আশা রাখা অস্বাভাবিক নয় একেবারেই।