আশ্চর্য ন্যাকা এই ফুলঝুরি, এবার লালনের সঙ্গে পালানোর প্ল্যান করছে সে! জমজমাট আগামী পর্ব

বাংলা বিনোদনে বাংলা ধারাবাহিকগুলি বিশেষ স্থান জুড়ে রয়েছে। একের পর এক ধারাবাহিক এসে যাচ্ছে চ্যানেলগুলিতে।

এর মধ্যে অন্যতম হলো ধূলোকণা। লালন এবং ফুলঝুরির কেমিস্ট্রি দর্শকদের ভালো লেগেছে। তবে শেষ পর্বে যেখানে ফুলঝুরির কারণে লালন তাকে বিয়ে করতে পারল না সেখানে রেগে গিয়েছে দর্শকরা। ফুলঝুরি ন্যাকামিকে দায়ী করেছে তারা।

ধূলোকণা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে একদিকে বড়মামী ফুলঝুরিকে দোষারোপ করতে শুরু করে। লালনের সঙ্গে প্রতারণার জন্য তাকে অভিশাপ দিতে থাকে। এরপর একদিন এমন আসবে যেদিন সে লালনকে চাইলেও ফিরে পাবে না।

মামীর মুখে এমন কথা শুনে কাঁদতে থাকে ফুলঝুরি। অন্যদিকে আবার চড়ুইয়ের মা তাকে বোঝানোর চেষ্টা করে তার জীবন ছারখার হয়ে গেল। কারণ লালনের বাবা নাকি শুধুমাত্র টাকার লোভে বিয়ে দিয়েছে তার সাথে।

এই কথায় চড়ুই মহা চিন্তিত হয়ে পড়ে। এদিকে বড়মামী আবার ফুলঝুরিকে বলতে থাকে যে যদি লালন কোনদিন মরে যায় তার জন্য দায়ী হবে ফুলঝুরি নিজেই।

সে তখন চিন্তায় লালনকে ফোন করে ফেলে এবং দেখা করার কথা বলে। লালনের বস্তির বাইরে অপেক্ষা করতে থাকে। লালন কি দেখা করতে আসবে? জানতে হলে অবশ্যই দেখুন আজকের এপিসোড।

You cannot copy content of this page