নিজেদের মেয়ের জন্য ১২ বছর আগে ভেঙে যাওয়া সম্পর্ক ফের জোড়া লাগাচ্ছেন রজতাভ-গার্গী! তাদের সম্পর্কের কথা জানতেন?

বাংলা ইন্ডাস্ট্রিতে (Bengali Industry) মাঝেমধ্যেই বহু নামকরা অভিনেতা অভিনেত্রীর আবির্ভাব হয়েছে। বলাই বাহুল্য এই সমস্ত শিল্পীরা নিজেদের অভিনয় গুণে ধন্য করেছেন এই ইন্ডাস্ট্রিকে। তাদের অভিনয় দেখা চোখের আরাম। একই সঙ্গে প্রাপ্তিও বটে। আর তেমনই একজন গুণী শিল্পী হলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee Roy Chowdhury)।

সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের অভিনয় দিয়ে সমাদৃত করেছেন তিনি। গার্গী রায় চৌধুরী এতটাই বেছে বেছে কাজ করেন যে তাঁর করা প্রায় সমস্ত চরিত্রই দর্শকদের মনে দাগ কেটে গেছে। আসলে সব চরিত্রেই ভীষণ পারফেক্ট তিনি।

তবে শুধুমাত্র তিনি নন। তার মতো আর‌ও এক অভিনেতা রয়েছেন যার অভিনয়ে মুগ্ধ বাঙালি। কমেডি ক্যারেক্টার হোক বা সিরিয়াস চরিত্র সবেতেই পিকচার পারফেক্ট তিনি। হ্যাঁ, বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলছি তিনি অভিনেতা রজতাভ দত্ত। অসম্ভব গুণী। নিজের স্বভাব সিদ্ধ অভিনয় দক্ষতায় তিনি বারবার মন জিতেছেন বাঙালি দর্শকদের। আর এবার এহেন গুণী দুই তারকাই একসঙ্গে। বুঝতেই পারছেন কামাল হতে চলেছে।

আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর! মা হচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

তা কোথায় দেখা যাবে এই দুজনকে? উল্লেখ্য, জানা গেছে এবার একসঙ্গে বড়পর্দায় জুটি বেঁধেছেন গার্গী রায় চৌধুরী ও রজতাভ দত্ত। কমেডি ছবি ‘বলরাম কাণ্ড’তে একসঙ্গে দেখা যাবে এই দুই জনপ্রিয় তারকাকে। ইতিমধ্যেই এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ছবির গল্প অনুযায়ী নায়ক নায়িকা দুজনেই নিজেদের সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। কিন্তু আবারও নিজেদের মেয়ের স্বার্থে, মেয়েকে সংকট থেকে উদ্ধার করতে এক হবেন দুজনে। সম্পর্কের ভাঙা গড়ার মজাদার গল্প নিয়েই আসছে বলরাম কাণ্ড।

You cannot copy content of this page