বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর! মা হচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

অক্টোবর মাসেই সামাজিক বিয়ের স্বপ্নের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। সায়নদীপ সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের শুরু থেকেই কোনো রাখঢাক না রেখেই খোলাখুলি ছিলেন তিনি। দীর্ঘদিনের সম্পর্কের পর এক বছর আগে আইনি বিয়ে করলেও, গত অক্টোবরে ধর্মীয় আচার মেনে সামাজিক বিয়ে করেন রূপসা ও সায়নদীপ। সেই জাঁকজমকপূর্ণ বিয়ের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভক্তরা আবেগে ভেসেছিলেন। তবে বিয়ের মাত্র এক মাসের মধ্যেই এল নতুন সুখবর।

মা হচ্ছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি

নভেম্বরের মাঝামাঝি সময়েই রূপসা ও সায়নদীপ জানালেন, তাঁদের জীবনে আসছে নতুন অতিথি। মা হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী, ছোটপর্দা থেকে ওয়েব সিরিজের নিয়মিত মুখ। সন্তানসম্ভাবনার খবর জানিয়ে দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি, যেখানে তাঁদের বাড়ি সাজানো হয়েছে নীল ও গোলাপি বেলুনে। বাচ্চাদের জন্য বিশেষ জামা ও জুতো এনে এক মিষ্টি পরিবেশের আয়োজন করেছেন তাঁরা। সেই সব আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েই জানালেন নতুন অতিথির আগমনের বার্তা।

নিজেদের এই বিশেষ মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেন রূপসা ও সায়নদীপ। কেকের ওপর ছোট্ট শিশুর প্রতিকৃতি, আর সেখানে লেখা, ‘মম অ্যান্ড ড্যাড টু বি’। এই দিনটি উদযাপনে তাঁদের পাশে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সন্তানের আগমনের খুশিতে দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সায়নদীপ লিখেছেন, ‘আমার মনে হয়, এখন থেকে প্রত্যেকটা শিশুদিবসই আমাদের কাছে বিশেষ হয়ে উঠবে। কারণ আমাদের জীবনে আসছে এক জুনিয়র।’

ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্ট দেখে ভালোবাসা ও আশীর্বাদে ভরে ওঠে রূপসা ও সায়নদীপের ইনবক্স। ছোট্ট সদস্যের আগমনের খবরে তাঁদের ভক্ত ও অনুরাগীরাও অত্যন্ত খুশি। অনেকে কমেন্টে লিখেছেন তাঁদের আনন্দের কথা, ভালোবাসা জানিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তা। ভক্তদের এই ভালোবাসায় ভীষণই আপ্লুত নবদম্পতি।

যদিও, সামাজিক মাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা, প্রশ্ন তোলার মানুষও রয়েছেন। তবে রূপসা ও সায়নদীপ নিজেদের আনন্দে সেই নেতিবাচকতার দিকে না তাকিয়ে, শুধুমাত্র শুভেচ্ছা গ্রহণ করছেন। তাদের বিশ্বাস, সন্তান আসার অপেক্ষায় এ সময়টা কেবল আনন্দের সঙ্গে কাটবে।

আরও পড়ুনঃ ৫০০০ টাকা হাতে নিয়ে অভিনয় শুরু! জনপ্রিয় ‘বিবি পায়রা’ গান খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাহিনী চোখে জল আনবে

You cannot copy content of this page