শুভ-আকাশের বিয়ের আসরে হঠাৎ আবির্ভাব আদৃতের! আদৃতের প্রত্যাবর্তনে খুলে গেল নতুন সম্পর্কের গাঁটছড়া! ‘গৃহপ্রবেশ’-এ ভাগ্য কি এবার এক করবে শুভ-আদৃতকে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) -এ এবার নদীয়াতে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে শুভ এবং আকাশ। অতীতের যন্ত্রণা পেছনে ফেলে সম্পর্কের সম্মান আর কেশবের প্রতি আকাশের মমতায় শুভ এক নতুন অধ্যায় শুরু করতে চাইছে। পরিবার চায় বিয়েটা হোক নিউইয়র্ক নয়, পুরনো শহর নদীয়াতেই—যেখানে একসময় শুভ-আদৃতের প্রেম ফুটেছিল। সেই স্মৃতিমাখা শহরে আবার বিয়ের প্রস্তুতি, তবে শুভর মনে এখনও রয়ে গেছে এক দ্বন্দ্ব।

তবে কি পুরনো ভালোবাসার ছায়া কি মুছে ফেলবে নতুন সম্পর্কের আলোর ঝলক? ঠিক এমন সময়েই সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমোয় দেখা গেল এক ঝড়ের ইঙ্গিত! যা বদলে দিতে পারে পুরো গল্পের গতি। বিয়ের পিঁড়িতে বসেছে শুভলক্ষ্মী আর মিস্টার সেন, অর্থাৎ আকাশ। হাসিমুখে একে অপরের হাতে হাত রাখলেও শুভর মনে জমে থাকা আবেগ আজও বাঁধা আদৃতে। তার কাছে সে এখনও স্বামী, এবং সেই জায়গা অন্য কারওর নয়— একমাত্র কেশবের দিকেই চেয়ে সে জানায়, তার হৃদয়ের সিদ্ধান্ত বদলায়নি।

একদিকে যখন পুরোহিত ঘোষণা করেন, এবার হবে সিঁদুর দান, ঠিক তখনই মোহনা আকাশকে অনুরোধ করে— শুভকে সিঁদুর পরিয়ে দিতে। মুহূর্তটিতে যেন থমকে যায় চারপাশ। আর ঠিক সেই সময়, আচমকাই আবির্ভাব ঘটে আদৃত ওরফে আয়ানের। হাতে পিতলের লক্ষ্মী প্রতিমা নিয়ে সে পৌঁছয় মণ্ডপে, চোখে অদ্ভুত দীপ্তি। তার উপস্থিতিতে যেন থমকে যায় সময়। শুভ আর থাকতে পারে না, কিছু না ভেবেই শুভ ছুটে চলে যায় আদৃতের দিকে।

হঠাৎ করেই খুলে যায় নতুন সম্পর্কেরখুলে গাঁটছড়া। মিথ্যে সম্পর্কে বাঁধা পড়ার আগেই সত্যের টানে ছুটে যায় তার হৃদয়। আদৃতের সামনে দাঁড়াতেই ঘটে আর এক অদ্ভুত ঘটনা। আচমকাই কিছু সিঁদুর পড়ে দুজনের গায়ে— যেন ভাগ্য নিজেই লিখে দেয় নতুন এক অধ্যায়ের সূচনা। মুহূর্তটির তাৎপর্য যেন গভীরতর— পুরনো সম্পর্ক কি তবে ফিরে আসছে এক নতুন রূপে? শুভর স্পষ্ট স্বীকারোক্তি ও আদৃতের আবির্ভাব এবার কি নিয়ে আসবে জীবনের নতুন মোড়?

আরও পড়ুনঃ ঠাকুরপুকুর কাণ্ডে ‘সান বাংলা’-র নির্লজ্জ নীরবতা! আহত, মৃত্যুর পরও নেই অফিসিয়াল বিবৃতি, অভিযুক্তরা বহাল তবিয়তে! —নিন্দার ঝড় দর্শকমহলে

দর্শকের মনে এখন একটাই প্রশ্ন— আদৃতের কি মনে পড়বে তার অতীত? সে কি চিনে নেবে নিজের শুভলক্ষ্মীকে? এই ধামাকাদার প্রোমোতে ইঙ্গিত মিলছে, পরবর্তী পর্বে আসতে চলেছে টানাপোড়েন আর ভালোবাসার চরম এক টার্নিং পয়েন্ট! শুভ-আদৃতের সম্পর্ক কি ফিরবে পুরনো ছন্দে? না কি আবারও কপালে জুটবে বিচ্ছেদ? জানাতে চোখ রাখতেই হবে স্টার জলসার পর্দায়, সোম থেকে রবি, প্রতিদিন ঠিক রাত ৮:৩০-এ গৃহপ্রবেশ-এ!

You cannot copy content of this page