“আজকাল যারা আসছে, তারা শিল্পী নয় সেলিব্রিটি হতে চায়! নয়া প্রজন্ম আসক্ত শুধুই নেশা, আর পার্টিতে।”–ঠাকুরপুকুর দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক ভাস্বর চট্টোপাধ্যায়!

রবিবার ভোর-রাতে ঘটে যাওয়া ঠাকুরপুকুরের (Thakurpukur incident) এক মর্মান্তিক দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা টলিপাড়া ও তার বাইরের মানুষদেরও। অভিযোগ, পার্টি সেরে মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রাণ হারাতে হল কিছু পথচলতি মানুষকে। ছোটপর্দার পরিচিত মুখ, পরিচালক ভিক্টোর বিরুদ্ধে এই দুর্ঘটনার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে টেলিভিশন মহল। গাড়িতে তখন পরিচালক ছাড়াও ছিলেন এক প্রযোজক ও এক অভিনেত্রী।

এই ঘটনায় সমাজ মাধ্যমে জোর শোরগোল শুরু হতেই, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন টেলিপাড়ার প্রবীণ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও (Bhaswar Chatterjee) । নিজের দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইন্ডাস্ট্রিকে কাছ থেকে দেখা এই অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আজকের প্রজন্মের এক বড় অংশের উদ্দেশ্য অভিনয় নয়—বরং আলোচনায় থাকার জন্য বেলাগাম পার্টি আর বেলাল্লাপনা করে ও লাইমলাইটে থাকা।”

তাঁর মতে, আগের দিনে একটুকু সুযোগ পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন শিল্পীরা, কিন্তু এখন অনেকের লক্ষ্যই নেশা ও প্রচারের কেন্দ্রবিন্দু হওয়া। ভাস্বরের মতে, শুধু মদ নয়, পার্টির আড়ালে চলতে পারে আরও গুরুতর নেশার সামগ্রীও। শিল্পীদের মুখে সেই নিয়ে অহংকার করার মতো কথা শুনে তিনি উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘এই কয়েকজনের জন্যই আমাদের সবাইকেই সম্মানহানির মুখে পড়তে হয়।’

এই ধরনের মনোভাব যে শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির ভাবমূর্তিতেই কালো ছায়া ফেলছে, সে কথাও তুলে ধরেছেন তিনি। গত রবিবার রাতের ঘটনার প্রসঙ্গ টেনেই ভাস্বর বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়—একটি স্পষ্ট অপরাধ। দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষের জন্য গোটা শিল্পজগতকে দোষারোপ করা হচ্ছে, যা ভীষণ দুঃখজনক। তিনি মনে করেন, এই পরিস্থিতি আর সহ্য করা যায় না!

আরও পড়ুনঃ ‘বাস্তব জীবন তো নয়, একেবারে লীনা গাঙ্গুলীর ধারাবাহিকের স্পট!’ সুদীপ- পৃথার ডিভোর্স নাটক দেখে কটাক্ষ নেটপাড়ার

আর্থিক নিরাপত্তা ও জনপ্রিয়তার বাইরেও শিল্পীসত্তা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। অভিনয় জগতে নতুন প্রজন্মের জন্য ভাস্বরের এই হুঁশিয়ারি একরকম সতর্ক সংকেতও বটে। শিল্পের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা যদি বিসর্জন পায়, তাহলে একদিন গোটা ইন্ডাস্ট্রির উপরই তার প্রভাব পড়বে—এই বার্তাই যেন পৌঁছে দিলেন অভিজ্ঞ এই অভিনেতা।