স্টার জলসার(star jalsha)জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ শুরু থেকেই একের পর এক টুইস্ট আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে দর্শকদের মন জয় করে চলেছে। শুভলক্ষ্মী, আদৃত ও কেশবের জটিল সম্পর্ক, তার মধ্যে স্মৃতিভ্রষ্ট আদৃতের ফিরে আসা, এসবই গল্পে নতুন মাত্রা এনেছে। প্রতিটি চরিত্রের আবেগ, দ্বিধা আর টানাপোড়েন যেন জীবন্ত হয়ে উঠছে পর্দায়। আজকের পর্বে সেই আবেগ আরও গভীরভাবে ফুটে উঠল।
গৃহপ্রবেশ আজকের পর্ব ৪ এপ্রিল (Grihoprobesh today episode 4 april )
আজকের পর্বের শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী চোখে জল নিয়ে সোজা সেবন্তীর কাছে হাজির হয়। সে জানিয়ে দেয়, আদৃতকে সে ভুলতে চায় না, বরং তার স্মৃতিকে সঙ্গী করেই কেশবের সঙ্গে বাঁচতে চায়। আকাশ সেনের সঙ্গে বিয়ে করার ভাবনাও তার কাছে অগ্রহণযোগ্য। সে সেবন্তীর কাছে অনুরোধ জানায়, যেন আর এই বিয়ের প্রসঙ্গ বাড়িতে না ওঠে। এই অনুরোধকে গুরুত্ব দিয়ে সেবন্তী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে। কিন্তু তখন ঠাম্মি এমন একটা কথা বলে ফেলে, যা সেবন্তীকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। তিনি বলেন, সেবন্তী শুভকে আদৃতের স্ত্রী হিসেবে ভাবলেও কখনও নিজের মেয়ে হিসেবে ভাবেনি বলেই এতটা নির্দয় হতে পেরেছে। এই কথা সেবন্তীকে গভীরভাবে ভাবিয়ে তোলে।
এদিকে, নিউইয়র্কে থাকা আদৃত, যে বর্তমানে আয়ান নামে পরিচিত, হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মোহনা চিন্তায় পড়ে যায়। পরে ফোনে আয়ান জানায়, সে নিউইয়র্কের রাস্তায় হাঁটছে, শহরটা একটু শেষবারের মতো দেখে নিচ্ছে, কারণ একদিন পরই তারা কলকাতা ফিরছে। সে পৌঁছে যায় ‘Roy and America’ নামের একটি পুরনো দোকানের সামনে, যেটির সঙ্গে তার স্মৃতি জড়িয়ে। সেখানেই দাঁড়িয়ে কিছু ঝাপসা স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু শুভলক্ষ্মীর মুখ কিছুতেই স্পষ্ট মনে করতে পারে না। তার মনে হয়, এই জায়গাটার সঙ্গে তার কোনো গুরুত্বপূর্ণ অতীত আছে, কিন্তু ঠিক কী, তা যেন ধোঁয়াশায় ঢাকা।
বাড়িতে ফিরে আয়ান নিজের অভিজ্ঞতার কথা মোহনাকে জানালেও, “Roy and America” নামটা কিছুতেই মনে করতে পারে না। অন্যদিকে ঠাম্মি আবারও শুভকে বোঝানোর চেষ্টা করেন, যেন সে নতুন করে জীবন শুরু করে। সেবন্তী আড়াল থেকে ঠাম্মি আর শুভর কথোপকথন শুনে বোঝে, শুভ আদৌ বিয়েতে আগ্রহী নয়। তার মনেও দ্বন্দ্ব তৈরি হয়—সে কি তাহলে পারিবারিক চাপে পড়েই আকাশের সঙ্গে শুভর বিয়ে ঠিক করতে চলেছে?
আরও পড়ুনঃ নতুন অবতারে ফিরছেন সব্যসাচী চৌধুরী! ফের পর্দা কাঁপাতে ফিরছেন ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা! কোথায়? কোন চ্যানেলে?
আগামী পর্বে দেখা যাবে, সেবন্তী নিজেই শুভকে আকাশের সঙ্গে বিয়ে করার কথা বলবে। কিন্তু শুভ কি কেশবের কথা ভেবে সেই প্রস্তাবে সায় দেবে? না কি সে নিজের ভালোবাসার জন্য লড়বে? উত্তরের জন্য চোখ রাখতে হবে ‘গৃহপ্রবেশ’-এর পরবর্তী এপিসোডে।