সেবন্তীর কথায় বিয়েতে রাজি শুভ! কিন্তু শুভ-আকাশের বিয়ের কথা শুনেই কি সব স্মৃতি ফিরে পেতে চলেছে আদৃত?

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) শুরু থেকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শুভ, মোহনা, আকাশ, কেশব – এই চরিত্রদের জীবনের টানাপোড়ন, সম্পর্কের জটিলতা আর নাটকীয় মোড়ে দর্শক কার্যত চোখ আটকে রেখেছেন। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে স্মৃতি হারানো আয়ান, একদিকে শুভর জীবনে নতুন মোড়, অন্যদিকে মোহনাকে ঘিরে রহস্য। সব মিলিয়ে ধারাবাহিকের গল্প জমে উঠেছে দারুণভাবে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৫ এপ্রিল (Grihoprobesh today episode 5 april)

আজকের পর্বের শুরুতেই দেখা যায়, শুভ লক্ষ্মীকে বিয়ের জন্য বোঝাতে থাকে তার ঠাম্মি। ঠাম্মির মতে, শুভ নিজের কথা না ভাবলেও অন্তত কেশবের কথা একবার ভাবা উচিত। কারণ সন্তান বড় আদরের হলেও বাবার ভালোবাসা আলাদা জায়গা রাখে। এই কথাগুলো শুভর মনে গভীর প্রভাব ফেলে। অন্যদিকে মোহনা এসে পৌঁছায় ডাক্তারের কাছে আয়ানকে নিয়ে। ডাক্তারের মতে, সময়ের সাথে সাথে ধীরে ধীরে আয়ানের স্মৃতি ফিরতে পারে। মোহনা জানায়, আয়ান বারবার ঝাপসা করে এক মহিলাকে দেখছে। তখন ডাক্তার জানায়, সে হয়তো তার মা, দিদি কিংবা স্ত্রী হতে পারে। স্ত্রীর কথা শুনে মোহনা বেশ চিন্তিত হয়ে পড়ে।

গৃহপ্রবেশ, Grihoprobesh, গৃহপ্রবেশ আজকের পর্ব ৪ এপ্রিল, Grihoprobesh today episode 4 april, star jalsha

এদিকে বাড়িতে ফিরেও আয়ান ঠিক থাকতে পারে না। সে তার মাকে বারবার প্রশ্ন করতে থাকে, তার কি বিয়ে হয়ে গিয়েছে? তখন তার মা জানায়, আয়ানের একটা অতীত রয়েছে, সেখানে স্ত্রী বা সন্তান থাকা অসম্ভব নয়। তাই না জেনে না বুঝে বেশি জড়িয়ে না পড়ার পরামর্শ দেয় সে। অন্যদিকে শুভ লক্ষ্মীর বাড়িতে হাজির আকাশ। কেশবের সঙ্গে খেলাধুলায় মেতে উঠলেও চারপাশে বিয়ের প্রসঙ্গ ঘুরে ফিরে আসতে থাকায় শুভর মন খারাপ হয়ে যায়। সে একাই ঘরে চলে গিয়ে ভাবতে থাকে, যদি বিয়ের পর আকাশ তার থেকে টাকা চায়, তাহলে সে কী করবে?

ঠিক তখনই সেবন্তী এসে উপস্থিত হয় শুভর ঘরে। সেবন্তী নিজেই আকাশের সঙ্গে শুভর বিয়ের প্রস্তাব দেয়। যদিও শুভ স্পষ্ট জানিয়ে দেয়, সে আদৃতের জায়গা কাউকে দিতে পারবে না। কিন্তু সেবন্তী বুঝিয়ে বলে, কাউকে জায়গা দিতে হবে না, বরং কেশবের ভবিষ্যতের কথা ভেবে এই বিয়েটা মেনে নিতে বলেই শুভকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত কেশবের মুখ চেয়ে শুভ রাজি হয়ে যায় বিয়েতে।

আরও পড়ুনঃ সমস্ত সীমা ছাড়িয়ে গেল রায়ানের স্বেচ্ছাচারিতা! এ কেমন পরকীয়ায় মেতে থাকা নায়ক? শিরিনের সঙ্গে লিভ ইন করতে চায় রায়ান! প্রোমো দেখে চটলো নেটপাড়া!

আগামী পর্বে আকাশের মা বিয়ের কথা জানাতে গিয়ে আকাশকে বলে, শুভ রাজি হয়েছে বিয়েতে। ঠিক তখনই আয়ানের হাত থেকে জলের গ্লাস পড়ে যায়। তাহলে কি এবারই আদৃতের সব স্মৃতি ফিরে আসবে? এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।