সমস্ত সীমা ছাড়িয়ে গেল রায়ানের স্বেচ্ছাচারিতা! এ কেমন পরকীয়ায় মেতে থাকা নায়ক? শিরিনের সঙ্গে লিভ ইন করতে চায় রায়ান! প্রোমো দেখে চটলো নেটপাড়া!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) এখন চরম নাটকীয় মোড়ে দাঁড়িয়ে। একদিকে পারুলের মনে রায়ানকে ঘিরে নতুন আবেগ তৈরি অন্যদিকে রায়ানের মনে আবারো আঘাত হানার ফন্দি। আগুনে যেন ঘি ঢালছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। বসু বাড়ির প্রতি পারুলের লড়াই, আত্মসম্মান আর শিরীনকে ঘিরে রায়ানের অন্ধ পক্ষপাত—সব মিলিয়ে গল্প এক নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে। আর আজকের প্রোমো যেন সেই আগুনে ঘৃতাহুতি!

আজকের প্রোমোতে দেখা যাচ্ছে, শিরীনকে নিয়ে বসু বাড়ি জুড়ে তৈরি হয়েছে অশান্তি। পারুলকে বারবার অপমান করা এই মেয়েটিকে এবার নিজেই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন পরিবারের প্রবীণ সদস্য, দাদু। কিন্তু এই সিদ্ধান্তে দারুণ ক্ষিপ্ত রায়ান। শিরীনকে না সরিয়ে বরং নিজেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে! জানিয়ে দেয়—“তুমি যদি শিরীনকে বের করে দিতে চাও, তাহলে এই বাড়িতে আর আমরা থাকবো না, আমরা লিভ-ইন করবো!”

পরিণীতা, parineeta, পরিণীতা আজকের পর্ব ৩ এপ্রিল, parineeta today episode 3 April, zee Bangla, জি বাংলা

রায়ানের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে হতবাক শুধু বসু পরিবারই নয়, দর্শকরাও। প্রেমের নামে অন্ধ ভক্তির এই নজিরে তাঁর চরিত্র আবারও প্রশ্নবিদ্ধ। একটা সময় যার জন্য গুলি খেয়ে মৃত্যুর মুখে গিয়েছিল রায়ান, আজ সেই পারুলের জন্য একটুও সন্মান বোধ দেখায় না সে! বরং, অপমান আর অন্যায়ে ছড়িয়ে থাকা শিরীনকেই বেছে নেয় নিজের ‘সহবাস’ সঙ্গী হিসেবে! এই কি সেই রায়ান যাকে একসময় সাহসী ও সংবেদনশীল ভেবে ভালোবেসেছিল পারুল?

অন্যদিকে, পারুল আজও নিজের আত্মসম্মান আর নীতিকে আঁকড়ে ধরে বেঁচে আছে। বিশ্ববিদ্যালয়ে যখন বেতনের টাকা নেওয়ার জন্য শিক্ষক তাকে বারবার চাপ দেন, তখনও সে স্পষ্ট জানিয়ে দেয়—সে অনুদান নয়, উপার্জন চায়। বলে, “আমাকে দু’দিন সময় দিন, আমি টাকা যোগাড় করে নিয়ে আসব।” একা লড়ে, নিজে টিকে থাকার শক্তিই যেন আজ পারুলকে সত্যিকারের ‘পরিণীতা’র সন্মাম দিয়েছে।

আরও পড়ুনঃ স্ট্রাগলের প্রয়োজন রয়েছে, আজকের প্রজন্ম বেশি তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা করে! যত দ্রুত উঠবে তত দ্রুতই পড়বে! অকপট মালবিকা সেন!

এই দুই বিপরীত চরিত্র—একদিকে আত্মকেন্দ্রিক রায়ান, অন্যদিকে আত্মসম্মানী পারুল, এখন দর্শকদের চোখে যেন দুই ভিন্ন মেরু। রায়ান কি বুঝবে নিজের ভুল? নাকি শিরীনকে আঁকড়েই হারিয়ে ফেলবে নিজের সবকিছু? আর পারুল কি পারবে তার সম্মান ও লড়াইয়ের মাধ্যমে আবার জয়ী হতে? জানতে চোখ রাখুন ‘পরিণীতা’-র আজকের পর্বে, রোজ রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়!