অবশেষে শেষ হল স্টার জলসার (Star Jalsha) আরও একটি জনপ্রিয় ধারাবাহিকের পথ চলা। বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকের আসা যাওয়া আম ব্যাপার হয়ে গেলেও, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত ‘জল থই থই ভালোবাসা’কে (Jol Thoi Thoi Bhalobasa) কেন্দ্র করে দর্শকদের আবেগ ছিল আনকোরা।
টিআরপি তালিকায় প্রথম পাঁচে মাথা গলাতে না পারলেও, বরাবরের স্লট লিডার কোজাগরীর হেঁসেলের হাঁড়ির খবর। নারীকেন্দ্রিক ধারাবাহিকটির টিআরপি ভাল হওয়া সত্ত্বেও মাঝপথে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া নিয়ে চলেছে চলেছে জোর তরজা। তবে যার শুরু আছে, তার শেষও রয়েছে। কালের নিয়মে শেষ হল ধারাবাহিক।
‘জল থই থই ভালোবাসা’র হ্যাপি এন্ডিং…
তিন বছর পেরিয়ে গেল। কোজাগরী আজ দেশে বিদেশে সফল একজন ব্যক্তিত্ব। তার আমেরিকায় একটি ফুড চেন সামলায় টিটো। এছাড়াও কোজাগরীর হাসপাতাল ৫০% মানুষকে দেয় বিনামূল্যের চিকিৎসা, বিদেশের ব্রাঞ্চের দায়িত্বে টিনটিন, দেশের ব্রাঞ্চটার দায়িত্বে সৌরসেনী।
আরো পড়ুন: জেদ না ভালোবাসা এবার কার হবে জয়? অভিমন্যুর থেকে পর্ণাকে বাঁচাতে পারবে সৃজন?
অপরদিকে, বিদেশে স্কলার হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে কলকাতায় আরেকটি বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে ফিরেছে তোতা। আসমান একজন সফল গবেষক এবং অধ্যাপক। তুলির সাথে নতুন সম্পর্ক তোতার বন্ধু আদিলের। আবারও নতুনভাবে উদ্দালক বসুর সঙ্গে সংসার শুরু করতে রাজি কোজাগরী, তবে এবার নিজের শর্তে।
অবশেষে শেষ হল জলসার সঙ্গে কোজাগরীর পথ চলা। টানা নয় মাস সফল সম্প্রচারের পর ভালোবাসায় মুড়ে ইতি টানা হল এক সুন্দর গল্পের। আশা ভরসার একটুকু বাসা ‘জল থই থই ভালোবাসা’।