কয়েকদিন হয়েছে শুরু, কিন্তু এরই মধ্যে দর্শকদের মন জয় করে ফেলেছে স্টার জলসার ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani)। প্রত্যেক বৃহস্পতিবারের টিআরপি তালিকা (TRP List) এখন ধারাবাহিকগুলোর ভাগ্য নির্ধারক বলা চলে, আর এই সপ্তাহে সেই তালিকায় প্রথম নম্বরেই উঠে এল ‘রাজনন্দিনী পাল’-এর (Rajnandini Pal) ধারাবাহিক। খুব কম সময়ে এমন সাড়াই প্রমাণ যে ছোট পর্দার নতুন পথচলার শুরুটা বেশ সফল রইল তাঁর জন্য।
এই সফলতার খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তা ছুটে আসে রাজনন্দিনীর কাছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক ‘জীতু কামাল’ (Jeetu Kamal) ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন। রাজনন্দিনীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি তাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন লিখে, “অভিনন্দন চিনি! আমি খুব গর্ববোধ করছি তোমার জন্য। একজন শিল্পীর পরিচয়– সে শুধু শিল্পী! ছোটপর্দা, বড়পর্দা বলে কোনও ভাগ হয় না।”
অন্যদিকে জীতু অভিনীত জি বাংলার সেই ধারাবাহিকের বর্তমান টিআরপি অনুযায়ী এই সপ্তাহে অবস্থান সাত নম্বর। প্রায় ৫.৭—যা দেখে দর্শকমহলের ভাবনা বাড়ছে যে সম্প্রতি জীতু-দিতিপ্রিয়ার বিতর্কের প্রভাব হয়তো ধারাবাহিকের রেটিংয়ে পড়েছে। প্রসঙ্গত, ধারাবাহিকের পেছনে যে টিম কাজ করছে, তাদের কাছে ধারাবাহিক চালাতে দর্শকের আস্থা ও উৎসাহ মৃত্তিকার মতো জরুরি। যদি শিল্পীদের মধ্যে টানাপোড়েন বাড়ে বা সেটের পরিবেশেই প্রভাব পড়ে, তা প্রযোজক এবং টিমের ওপরও চাপ বাড়ায়।
আপাততই অনেকে বলছে, যদি জীতু- দিতিপ্রিয়ার অশান্তি চিরস্থায়ী হয় তাহলে ধারাবাহিক পরিচালনার কাজটা কঠিন হয়ে পড়তে পারে। আর বিতর্কের মাঝে রাজনন্দিনীর জন্য জীতুর এই পোস্ট– একাংশ চোখে যেমন তার সততার প্রমাণ দিয়েছে, আরেক অংশের চোখে তাকে আরও খারাপ করেছে। কেউ বলেছেন, ‘সিম্প্যাথি আদায়ের চেষ্টা!’ আবার কারোর মতে, ‘শুধুমাত্র অভিনেত্রী কে কেন জানালেন শুভেচ্ছা? সহ অভিনেতা কেও জানাতে পারতেন!’ কেউ বলছেন, ‘সত্যিই জীতুর মেয়েদের প্রতি দুর্বলতা রয়েছে।’
আরও পড়ুনঃ “অভিনয় আসার ইচ্ছে ওর কোনদিনও ছিল না, ‘গোল্ড মেডেল’ পেতেই খিদেটা ওকে আরও বেশি করে চেপে ধরল!”— মেয়ে দীপাবলিকে নিয়ে বাবা চিরঞ্জিতের গর্ব! সুপারস্টারের কন্যা হয়েও আলোচনার বাইরে, নিজের পথেই হাঁটছেন তিনি!
এদিকে রাজনন্দিনী নিজে দর্শক-প্রতিক্রিয়ায় গভীরভাবে অভিভূত। তিনি সমাজ মাধ্যম লিখেছেন যে এত অল্প দিনে ভরসা ও স্নেহ পেয়ে তিনি সত্যিই ধন্য, এটিই তার প্রথম ধারাবাহিক এবং দর্শকদের উষ্ণ গ্রহণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নতুন মুখ হিসেবে তাড়াতাড়ি মনে জায়গা করে নেওয়া তার কাছে বড় আনন্দ, তিনি সহ অভিনেতার সঙ্গেও সেই কৃতজ্ঞতা ভাগ করেছেন। তাঁরই সঙ্গে জীতুর পোস্টের জবাবে তিনি বলেছেন, “তোমার মতো একজন বড় শিল্পীর কাছ থেকে এমন প্রশংসা সত্যিই বড় প্রাপ্তি!”