‘চিরসখা’ ধারাবাহিকে নতুন মোড় এসেছে পার্বতীর আগমনে। কমলিনী ও স্বতন্ত্রর জীবনে ঢুকেছে তৃতীয় মানুষ—পার্বতী। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু চরিত্রের বদলে এখন ট্রোলের নিশানায় অভিনেত্রী নিজে!
সোশ্যাল মিডিয়ায় কেউ কটাক্ষ করেছেন তাঁর চেহারা নিয়ে, কেউ আবার প্রশ্ন তুলছেন তাঁর চরিত্র নিয়েও। এমনকি কেউ কেউ বলেছেন, “আপনার চরিত্র কেমন জানা আছে!”—যা দেখে অভিনেত্রীর মন খারাপ।
কমলিকা জানালেন, “প্রথমে খুব খারাপ লেগেছিল, দু’দিন ভীষণ বিরক্ত হয়েছিলাম। কিন্তু পরে সব ছেড়ে দিয়ে কাজে মন দিই। এখন বরং করুণা হয়, যারা এমন মন্তব্য করে তাদের জন্য।”
তিনি আরও বলেন, “৪৭ বছর বয়সে শরীরের গঠন বদলানো স্বাভাবিক। এটা নিয়ে এত প্রশ্ন তোলা লজ্জার।” ২৬ বছরের অভিনয় জীবনে প্রায় ৯৭টি ছবিতে অভিনয় করেছেন কমলিকা। তাঁর মতে, “আগে কখনও এত অসহিষ্ণুতা দেখিনি। দুঃখ লাগে, কারণ কুমন্তব্য করা লোকেদের মধ্যে বেশিরভাগই মহিলা।”
আরও পড়ুনঃ “প্রতিপত্তিশালীরা সব সময়ই থাকবে…আমাদের সময়ও ইন্ডাস্ট্রিতে রাজনীতি ছিল, এখন বিষয়টা প্রকট!”— রাজনীতিতে অভিযোগে কাজ হারিয়ে একে অপরকে দোষারোপ নয়, বোঝাপড়ার প্রয়োজনীয়তার বার্তা ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিকের কণ্ঠে!
‘চিরসখা’-র গল্পও এখন জমে উঠেছে। দেখা যাচ্ছে, স্বতন্ত্র কমলিনীকে সিঁদুর পরাচ্ছে, আর পার্বতী চিঠি লিখে চলে যাচ্ছে। দর্শক এখন অপেক্ষায়—এই তিনজনের জীবনে পরের মোড়টা কী হতে চলেছে!







চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?