জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাধা’র রাধাকে মনে আছে? এখন কেমন আছেন সেই অভিনেত্রী? আসুন দেখি

একসময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘রাধা।’ ২০১৭ সালে এই সিরিয়ালের হাত ধরেই দর্শকদের সঙ্গে পরিচয় হয় মিষ্টি ‘রাধা’র সঙ্গে। সেই মিষ্টি ‘রাধা’ মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন এমিলা সাধুখাঁ। অভিনেতা রবি শ’র অপরদিকে দেখা গেছিল তাঁকে।

‘রাধা’ ধারাবাহিকটি দর্শকদের বেশ ভালোবাসা পেয়েছিল। তাঁর মধ্যে অভিনেত্রী এমিলা সাধুখাঁ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। ধারাবাহিকের শেষে বহুদিন হয়ে গিয়েছিল অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা যায়নি। তারপর ষ্টার জলসায় ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে এমিলাকে।

এর মাঝে তাঁর জীবনে এসেছে পরিবর্তন। এমিলা বিয়ে করেছেন এমিল আর অমিত বহুদিন প্রেম করেছিলেন। তারপর ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। সেই সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

তবে সেই মিষ্টি রাধা ওরফে এমিলাকে ছোট পর্দায় দর্শকরা দেখতে পেয়ে খুশি। ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে সমরেশের বোন ‘কলি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও কিছুদিন হ’ল চরিত্রটি দেখানো হচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর সহকর্মীদের সঙ্গে ছবি।

You cannot copy content of this page