বাবার মৃতদেহ রেখে স্কুলে গিয়ে পরীক্ষা দেন! টিফিনে খান হবিষ্যি, অভিনেত্রী পল্লবী শর্মার কষ্টের কথা শুনলে চোখে জল আসবে আপনারও

একহাতে সংসার, অন্য হাতে কর্মক্ষেত্র দুই সমান তালে সামলেছে ছোটপর্দায় জনপ্রিয় নায়িকা আলোকপর্ণা। জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) আলোকপর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)।

দত্তবাড়ির ষড়যন্ত্র, দ্বৈরথ বা বাহ্যিক সমস্যার সবেতেই ম্যাজিক কাঠি ছুঁয়ে সমাধান করে পর্ণা।তবে এতো হল ধারাবাহিকের চিত্রনাট্য। আর ব্যক্তিগত জীবন? গ্ল্যামর দুনিয়ার আড়ালে অনবরত পল্লবীকে লড়াই করে যেতে হয়, কোনও না কোনও সমস্যার সঙ্গে। পর্দার মতই বাস্তবটাও ঠিক ততটাই কঠিন পল্লবীর জীবনে।

ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও বেশ চর্চিত অভিনেত্রী। পল্লবীর ব্যক্তিগত জীবনটাও চিত্রনাট্যের থেকে কিছু কম নয়। অনেক কম বয়সে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়কে জয় করেছিলেন বাংলা সিরিয়ালে অভিনেত্রী ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেত্রী পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সম্পূর্ণ একলা তিনি। গত হয়েছেন মা-বাবা। নেই কোনও কাছের মানুষও।

ক্লাস ফাইভে পড়ার সময় মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছেন। বাবা ও দাদা বাইরে-বাইরে ঘুরতেন ব্যবসার কাজের জন্য।দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান। পরীক্ষার দিন খবর আসে মারা গেছে অভিনেত্রীর বাবাও।

আরও পড়ুন: “জি বাংলার কর্মজীবী নায়িকারা বসের দৃষ্টি আকর্ষণ করতে অফিসে যায়!” কর্মজীবী মহিলাদের সম্পর্কে সমাজে ভুল বার্তা দিচ্ছে জি বাংলা! কটাক্ষ করলেন নেটিজেনরা

পিতৃবিয়োগের শোক বুকে চেপে জীবনের অন্যতম বড় পরীক্ষা দিয়েছিলেন পল্লবী

অনেকেই সেদিন পরীক্ষা দিতে যেতে মানা করেছিলেন। তবে হার মানার পাত্রী নন পল্লবী। পিতৃবিয়োগের শোক বুকে চেপে পরীক্ষার হলে যান পল্লবী। বন্ধুদের বাবা-মায়েরা পরীক্ষার সময় ডাবের জল, টিফিন নিয়ে যেতেন। লড়াকু মেয়ে পল্লবী টিফিনে হবিষ্যি নিয়ে গিয়ে খেয়েছেন। তারপরেও ভাল নম্বর পেয়ে পাশ করেন আইসিএসসি। অবশ্য তার আগেই ধারাবাহিকে কাজের সুযোগ পেয়েছিলেন। বর্তমানে একাই থাকেন পল্লবী। এক জনপ্ৰিয় শো-এ এসে অভিনেত্রীর অনুরোধ, তাঁর এই কথাগুলো শুনে কেউ যেন তাঁকে করুণা না করেন। নিজের শর্তে জীবন বেঁচে খুশি পল্লবী।