‘এ বছরের বেস্ট দূর্গা’! মহালয়ার আগেই কোয়েল মল্লিকের ছবি ফাঁস! দেখে নিন আপনিও

বাঙালি মানেই হল বারো মাসে তেরো পার্বণ। এরমধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গা পুজো (Durga Puja)। ইতিমধ্যেই সকলে শুরু করে দিয়েছে পুজোর কাউন্টডাউন। পুজোর আনন্দে সামিল হতে বসেছে প্রতিটি বাঙালি। এই দিনটার অপেক্ষায় থাকে সকল বাঙালি। প্রত্যেকে নিজেদের সাধ্য মতো পুজোর দিনগুলোতে নিজেদের মতো করে আনন্দের জোয়ারে ভেসে যায়। আর যেটা বহু আগে থেকে চলে আসছে, সেটি হল টিভির পর্দায় মহালায়া দেখার একটা ক্রেজ। মহালয়ের রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যারিটোন ভয়েসে মহালয়া শোনার রীতি তো যুগে যুগে বিরাজমান।

পাশাপাশি টিভিতে মহালয়া দেখতেও মানুষ বেশ আগ্রহী। টেলিভিশনে দেবী দুর্গা রূপে ধরা দেন আমাদেরই প্রিয় তারকারা। তারকাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দর্শক। টলিপাড়ার জনপ্রিয় তারকা শুভশ্রী থেকে শ্রাবন্তী সকলেই দেবী দুর্গা রূপে অসুর দমন করেছেন। মহলয়ার অনুষ্ঠান নিয়ে চ্যানেলগুলির মধ্যেও প্রতিযোগিতা কিছু কম নয়। কোন চ্যানেলে কে সাজবেন মহিষাসুরমর্দিনী, তা নিয়ে দর্শকদের মধ্যে বিস্তর কৌতুহল থাকে।

কে হচ্ছেন স্টার জলসার মহিষাসুরমর্দিনী?

প্রত্যেকবারের মতো এবারেও টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে কাকে দেখা যাবে তা জানতে সকলেই খুব উৎসুক ছিল। জানা যায়, এ বছর স্টার জলসার পর্দায় মহামায়া দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel mallick)। প্রসঙ্গত, টিভির পর্দায় এর আগেও আমরা কোয়েলকে মহিষাসুরমর্দিনী রূপে দেখেছি। স্টার জলসার এবারের মহালয়ার প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস (Surindar Films)।

কোন প্রযোজনা সংস্থা যুক্ত?

১৪ অক্টোবর মহালয়াতে আবার তাঁকে নতুনভাবে দেখার জন্য অপেক্ষায় থাকবে দর্শক। জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে থাকবেন আরও অনেক জনপ্রিয় অভিনেত্রীরা, যাঁরা থাকবেন দেবী দুর্গার অন্য রূপগুলির চরিত্রে। সিনেমা হোক বা মহালয়া, সবেতেই ছক্কা হাঁকান কোয়েল। ত্রিশূল হাতে কোয়েলের অসুরদলন করার সেই মুহূর্তটাকে দেখতে উৎসুক সকল দর্শক। প্রসঙ্গত, দু বছর আগে কালার্স বাংলায় দেবী দুর্গা হয়েছিলেন কোয়েল। মহালয়া প্রযোজনার দায়িত্বে ছিল কোয়েলের স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা।

দেবী দূর্গা রূপে কোয়েলের ফটোশ্যুট

এ বছর কালার্স বাংলায় মহালয়া নতুন করে কিছু হচ্ছে না। ছেলে কবীরের জন্মের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গা সাজবেন কোয়েল। কোয়েলের পাশাপাশি স্টার জলসার নায়িকারাও এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আসবে প্রোমো। দেবী দূর্গা রূপে কোয়েলকে প্রতিবারই বেশ ভালো মানায়। এ বছরও কোনও কমতি নেই। সম্প্রতি দূর্গা রূপে কোয়েলের ফটোশ্যুটের কিছু ছবি সামনে এলে মুগ্ধ হন দর্শক।

Koel Mallick

You cannot copy content of this page