কোয়েলের পরে এবার কৌশানী? মহালয়ায় এবার ‘দুর্গা’ রূপে দেখা যেতে পারে বনির প্রেমিকাকে! কানাঘুষো টলিপাড়ায়!

শারদীয়ার শুরুতেই জল্পনা প্রতি বছর মহালয়ার ভোর মানেই টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনীর আগমন। আর এই বিশেষ দিনে ‘দুর্গারূপে’ কে দেখা যাবে তা নিয়ে দর্শকদের আগ্রহের অন্ত থাকে না। সেই তালিকায় এবার যোগ হয়েছে নতুন নাম— টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সূত্রের খবর, চলতি বছর মহালয়ার অনুষ্ঠানে ‘সিংহবাহিনী’ রূপে তাঁকে দেখা যেতে পারে স্টার জলসার পর্দায়।

টিভির পাশাপাশি সিনেমার পর্দাতেও তবে কেবল ছোটপর্দা নয়, বড়পর্দাতেও কৌশানীর দাপট চোখে পড়ার মতো। এ বছরের শারদীয়ায় উইন্ডোজ় প্রযোজনা সংস্থার একটি ছবিতে দেখা যাবে তাঁকে। একই সময় মুক্তি পাচ্ছে আবীর চট্টোপাধ্যায়ের দু’টি বড় ছবি— ‘রক্তবীজ ২’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ফলে, এবারের পুজো টলিউডের কাছে একাধিক তারকার যুগপৎ উপস্থিতিতে জমজমাট হতে চলেছে। কৌশানীর মহালয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার খবরে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়ছে।

স্টার জলসার তরফে এখনও নিশ্চয়তা নেই যদিও এই গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত চ্যানেলের তরফে কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। আনন্দবাজার অনলাইনের তরফে স্টার জলসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, সাড়া মেলেনি। একই ভাবে কৌশানীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি এই মুহূর্তে জি বাংলার নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। তাই এই বিষয়ে মন্তব্য করতে পারেননি।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, স্টার জলসা ও কৌশানীর মধ্যে নাকি প্রাথমিক পর্যায়ের কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অভিনেত্রীর পক্ষে জি বাংলার বিচারকের ভূমিকায় ব্যস্ততার মাঝে মহালয়ার মত বড় প্রজেক্টে অংশ নেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সময় ও শিডিউল মিলিয়ে কাজটি করা আদৌ সম্ভব কি না, সেই নিয়েই আপাতত টালবাহানা চলছে।

আরও পড়ুনঃ বাড়ির মধ্যেই হেনস্থার শিকার তনুশ্রী দত্ত! সবার সামনে হাউ হাউ করে কেঁদে ফেললেন বাঙালি অভিনেত্রী

এর আগে স্টার জলসার মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে ‘দুর্গারূপে’ দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। সেই সময়ে তাঁর পারফরম্যান্স দর্শকমনে প্রশংসা কুড়িয়েছিল। তাই এবার কৌশানী সেই জায়গায় পা রাখলে তা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাঁর কেরিয়ারের জন্যও। সব কিছু ঠিকঠাক চললে, মহালয়ার ভোরে স্টার জলসার পর্দায় ঝিমলি রূপে কৌশানীকে দেখতে পাওয়ার অপেক্ষায় রইল টেলিপাড়া।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page