বড় খবর! ধারাবাহিক ছাড়ছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের প্রধান নায়িকা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

এই মুহূর্তে জমজমাট বাংলা টেলিভিশন। জি বাংলা হোক বা স্টার জলসা (Star Jalsha ) দুই চ্যানেলেই এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। একাধিক ধারাবাহিকের মধ্যে এখন টানটান উত্তেজনা। আর যার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও। অল্প নম্বরের পার্থক্যে দারুণ রকমের প্রতিযোগিতা চলছে সব ধারাবাহিকের মধ্যে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলার পর্দায় চলা ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। শ্যামলী অনিকেতের গল্প খুব অল্প সময়েই মন জিতে নিতে সক্ষম হয়েছিল বাঙালি দর্শকদের। এই ধারাবাহিক যে এখন‌ও বাঙালি দর্শকদের মনে রাজত্ব করছে তা বলাই বাহুল্য, টিআরপি তালিকাতে যার হাতেনাতে প্রমাণ মিলেছে।

kon gopone mon veseche serial new jodi revealed

তবে এবার ধারাবাহিকে খারাপ খবর। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের মূল নায়িকা চরিত্র থেকে নাকি সরে যাচ্ছেন নায়িকা। কে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য? না মুখ বদলে যাচ্ছে এই ধারাবাহিকের অন্যতম খল চরিত্রের। এই ধারাবাহিকের অন্যতম ভিলেন অহনা। আর এতদিন পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য।

তবে কিছুদিন আগে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছেড়ে দেন রোশনি। আর সেই জায়গায় অভিনয় করতে দেখা যায় নিম ফুল খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে দারুণ অভিনয় করছিলেন। গল্প অনুযায়ী এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখানো হয়েছে অহনাকে জেলে পাঠিয়েছে শ্যামলী। অর্থাৎ পর্দায় বেশ কিছুদিন ধরেই দেখা নেই তার। ‌

তবে এবার শোনা যাচ্ছে রোশনির পর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত‌ও। কারণ ছয় মাসের গর্ভবতী তিনি। তার হাই রিস্ক প্রেগন্যান্সি রয়েছে। এবং সেই কারণবশত এই মুহূর্তে তাকে সম্পূর্ণভাবে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। কোনভাবেই ধারাবাহিকে অভিনয় করা তার পক্ষে সম্ভবপর হবে না। সেই কারণে এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি বলে শোনা যাচ্ছে। তবে অহনার চরিত্রে এবার আর কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। নাকি এই চরিত্রটাকে বাদ দেওয়া হবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।Kon gopne mon bheseche, Bengali serial, Zee Bangla, কোন গোপনে মন ভেসেছে, বাংলা ধারাবাহিক, জি বাংলা

আরও পড়ুনঃ কোয়েল-নিসপালের মেয়েই মল্লিক পরিবারের ভবিষ্যত নায়িকা! আগের ভবিষ্যতবানী কবিরের ছবিতে