লীনা গাঙ্গুলির নতুন গল্পে গৌরব-শন একসঙ্গে! নায়িকার নাম নিয়ে টেলিপাড়ায় জোর ফিসফাস! দুই নায়ক, এক নায়িকা, ফের কী আসছে প্রেম নিয়ে প্রতিযোগিতার গল্প?

নতুন ধারাবাহিক (New Bengali Serial) নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জনের ঝড়। একাধিক জনপ্রিয় মুখ নিয়ে আসতে চলেছেন চিত্রনাট্যকার ও লেখিকা ‘লীনা গঙ্গোপাধ্যায়’ (Leena Ganguly), যিনি এর আগে বহু হিট সিরিয়াল উপহার দিয়েছেন দর্শকদের। শোনা যাচ্ছে, এই প্রজেক্ট ইতিমধ্যেই অনেকটাই চূড়ান্ত এবং নির্মাতা দল জোর কদমে প্রস্তুতিতে ব্যস্ত। গল্প যেমন জমজমাট, তেমনই কাস্টিং নিয়েও চলছে নানান আলোচনার ঢেউ!

আর সেই নিয়েই এখন সরগরম বাংলা বিনোদনমহল। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মুখ্য ভূমিকায় ভাবা হচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে। তাঁর অভিনয় দক্ষতা আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাঁকে লেখিকার পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে। তবে গৌরব একা নন। এই ধারাবাহিকে তাঁর পাশাপাশি দেখা যেতে পারে আরও এক জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ, দুই নায়ককে ঘিরেই গড়ে উঠছে নতুন ধারাবাহিকের কাহিনি।

এবার প্রশ্ন একটাই—তাহলে নায়িকা কে? সূত্র বলছে, নায়িকার চরিত্রের জন্য তিনটি নাম ঘুরপাক খাচ্ছে—রণিতা দাস, দীপান্বিতা রক্ষিত ও মধুমিতা সরকার। এই তিনজনের লুক টেস্টও নেওয়া হয়েছিল বলে খবর। তবে দীপান্বিতা প্রথমেই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। রণিতাকে নাকি চরিত্রের সঙ্গে সেভাবে মানানসই মনে হয়নি নির্মাতাদের। ফলে ইন্ডাস্ট্রির একাংশের মতে, প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছেন মধুমিতা সরকারই।

তবে এখানেই শেষ নয়। কাস্টিং চূড়ান্ত হলেও, গল্পের ধরন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দুই নায়ক এবং এক নায়িকা মানেই কি ত্রিকোণ প্রেমের আভাস? গল্পে কি জটিল রোমান্সের ছায়া থাকবে? না কি কোনও সামাজিক বার্তা তুলে ধরবেন লীনা? নির্মাতাদের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। এই বিষয়ে উল্লেখ্য, লেখিকা ধারাবাহিকের প্রাথমিক গল্প লিখলেও দর্শকদের পছন্দ এবং গতি অনুযায়ী তা পরিবর্তন করতে থাকেন।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই পাল্টে গেল টিআরপি তালিকার চিত্র! রাণী ভবানীর দাপট, এক লাফে সিংহাসন হারাল পরশুরাম! পরিণীতার জায়গা অটুট, চমকে দিচ্ছে লক্ষ্মী ঝাঁপি! জগদ্ধাত্রী কি ফিরে পাচ্ছে পুরনো জৌলুস?

সব মিলিয়ে গৌরব-শন-মধুমিতা জুটিকে ঘিরে কৌতূহল তুঙ্গে। দর্শকের নজর এখন একটাই দিকে—নতুন ধারাবাহিক কবে আসছে, আর সেই গল্প কতটা আলাদা হতে চলেছে গতানুগতিক ধারার বাইরে? কারণ লীনার গল্প মানেই নতুন কিছু, মানেই চরিত্রের গভীরতা ও সম্পর্কের নতুন ব্যাখ্যা। এই সম্ভাব্য ত্রিকোণ প্রেমের রসায়নে কোন মোড় আসতে চলেছে, তা জানার জন্য এখন দিন গুনছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।