সবাই বিজয়া মাঠানের ভয়ে কাবু আর সেই মাঠান মুগ্ধ হয়ে গেল সন্ধ্যার শক্তিতে! একই তেজ আবার মনের দিক থেকেও মিল! শাশুড়ি-বৌমার যুগলবন্দী দেখার অপেক্ষায় দর্শক
বাংলা টেলিভিশনের পর্দায় এখন হরেক রকম ধারাবাহিকের মেলা বসেছে। আজ এই ধারাবাহিক আসে তো কাল ওই ধারাবাহিক চলে যায়। কখনও নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরছেন পুরনো অভিনেতা-অভিনেত্রীরা। আবার কখনও নবাগতদের ভিড়।
আরে এবার স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। আর এই ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় কাম ব্যাক করেছেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। জি বাংলার সফল ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে দুষ্টু মিষ্টি মেয়ে উর্মির চরিত্রে অভিনয় করে দর্শকদের দিল জিতে নেওয়া এই অভিনেত্রীর আবারও টেলিভিশনের পর্দায় ফেরায় দারুন খুশি তাঁর ভক্তরা।
এক অন্যরকম ভালোবাসার সম্পর্কের গল্প বলতে চলেছে এই ধারাবাহিকটি। দুই বোন সন্ধ্যা এবং তারার আত্মত্যাগ ও স্বার্থত্যাগের গল্প বলবে, সন্ধ্যাতারা। নিজের বোন তারাকে ভালো করে পড়াশোনা করানোর জন্য সবকিছু করতে পারে সন্ধ্যা। আর নিজের মেজদির কষ্ট নিজের দু’চোখে সহ্য করতে পারে না তারা। দুজনে অভিন্ন হৃদয়। আর তাদের জীবনে প্রেমের ঝোড়ো হাওয়া নিয়ে আসছে এক পুরুষ।
বলা যায় ত্রিকোণ প্রেমের এক গল্প দেখানো হতে চলেছে এই ধারাবাহিকে। ভাগ্যের এক অদ্ভুত লিখনে দুই বোনের এক পুরুষকেই পছন্দ।একদিকে সন্ধ্যার বিয়ের জন্য সম্বন্ধ আসে যে ছেলের তার সঙ্গেই প্রেমের সম্পর্কে আবদ্ধ তারা। আর দুজনেই একে অপরের জন্য স্বার্থত্যাগ করতেও প্রস্তুত। তবে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে নায়ক?
আর এই নায়ক এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বিজয়া মাঠানের ছেলে। তিনি বলিষ্ঠ চরিত্রের অধিকারী। বাইরে থেকে ভীষণ শক্ত কড়া ধাঁচের মহিলা হলেও তাঁর অন্তরটা নরম। যদিও তাঁর দেওর মন্টু তার নাম করে বিভিন্ন গুন্ডাগিরি করে বেড়ায়। আর এবার মুখোমুখি বিজয়া ও সন্ধ্যা! বিজয়ার ট্রাক্টর রাস্তার গর্তে আটকে গিয়েছিল আর সেই ট্রাক্টর বার করতে সাহায্য করে সন্ধ্যা। একজন মেয়ের এইরকম শক্তি, সেই সঙ্গে মানুষকে সাহায্য করার প্রবণতা দেখে খুশি হয় বিজয়া মাঠান। কী লেখা রয়েছে সন্ধ্যার ভাগ্যে?