‘এত বাজে চরিত্র, খুব খারাপ লাগে’! ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেবাদৃতাকে মানতে পারছেন না অনুরাগীরা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী আরত্রিকা মাইতি, দেবাদৃতা বসু ও স্বপ্নিলা চক্রবর্তী। তিন বোনের গল্পে আরাত্রিকা নায়িকা, স্বপ্নিলা পজিটিভ চরিত্রে থাকলেও এই ধারাবাহিকের খল চরিত্রে দেবাদৃতা বসুর অভিনয় নজর কেড়েছে। সুনামের পাশাপাশি দুর্নামও কুড়িয়েছে নীলাঞ্জনা।

‘মিঠিঝোরার’ বিরুদ্ধে ক্ষোভ দেবাদৃতা অনুরাগীদের

ধারাবাহিকের গল্পে দেখা যায়, বড় বোনের বিয়ের দিন মৃত্যু হয় তাঁদের বাবার। ঠিক সেই সময় রাই এক হঠকারী সিদ্ধান্তে নিজের প্রেমিক পাত্রের সঙ্গে মেজ বোন নীলুর বিয়ে ঠিক করে। কিন্তু দিদির শ্বশুররবাড়িতে খাপ খাওয়াতে পারে না নীলাঞ্জনা।ক্রমশ দিদির শত্রু হয়ে ওঠে সে।

দিদিই তাঁর জীবন নষ্ট করেছে এমন ভাবনার বশবর্তী হয়ে নীলাঞ্জনা বারংবার রাইয়ের ক্ষতি করতে থাকে। ধীরে ধীরে সে পাকা ক্রিমিনাল হয়ে ওঠে। এমনকি দিদিকে প্রাণে মারতেও সে দ্বিতীয়বার ভাবে না। আর ধারাবাহিকের চরিত্রে নিজেকে উজাড় করে দেয় অভিনেত্রী দেবাদৃতা।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, মিঠিঝোরা, Zee Bangla, Bengali, Serial, Mithijhora

একদা জয়ী, আলোছায়া, ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করা দেবাদৃতাকে ভিলেনের চরিত্রে মানতে পারছেন না নায়িকার অনুরাগীরা। তাঁরা বলছেন, এত খারাপ আর নেগেটিভ চরিত্রে এত মিষ্টি একটা মেয়েকে কেন বেছে নেওয়া হল? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে সরব তাঁরা।

আরও পড়ুনঃ “অভিনয়ের জন্য নাচ করতে হয়েছে কিন্তু আমি ভালো নৃত্যশিল্পী নই” অকপট দেবিকা মুখার্জি

তাঁরা বলছেন, দেবাদৃতা অনেক ভালো এবং পজিটিভ চরিত্র ডিজার্ভ করে। অনুরাগীদের দাবি, মিঠিঝোরা ধারাবাহিকে তাঁর চরিত্রটিকে যেন পজিটিভ করে দেওয়া হয়, অথবা ভিলেন চরিত্রে নতুন কাউকে নেওয়া হয়। দেবাদৃতার অনুরাগীরা নতুন রূপে চাইছেন নীলাঞ্জনাকে। যদিও ভক্তদের আশা কতটা পূর্ণ হবে তা সময়ই বলবে।