সাজসজ্জা থেকে আচরণ, বিচ্ছেদের পর সবেতেই আমূল পরিবর্তন সুস্মিতার! “ওনার কাণ্ডকারখানা বড়ই অদ্ভুত লেগেছে!” “এত হামবড়া ভাব কেন? উনি কি সত্যিই এত বড় সেলিব্রিটি?”— সুস্মিতার বাউন্সার ‘শো-অফ’ নিয়ে কটাক্ষ নেটিজেনদের!

টেলিপাড়ার আলোচিত নাম ‘সুস্মিতা রায়’ (Susmita Roy)। কিছুদিন আগেই স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে তিনি শিরোনামে চলে এসেছিলেন। কেউ তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন, কেউ আবার সহানুভূতি জানিয়েছিলেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশে রেখে সুস্মিতা এখন নিজের কর্মজীবনে নতুন পথে হাঁটতে শুরু করেছেন। আগেই তিনি ‘মেডোকার্ট’-এর মাধ্যমে ব্যবসা শুরু করেছিলেন, আর এবার শুরু করেছেন নতুন সংস্থা ‘ক্লিয়ারকাট’।

এই সংস্থার লক্ষ্য শুধু ব্যবসা নয়, মহিলাদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তোলাও। তবে, সুস্মিতার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যেমন আলোচনায় থেকেছে, তেমনই তাঁর সাজসজ্জা ও উপস্থিতিও এক বিশেষ বিতর্কের জন্ম দিয়েছে। বিচ্ছেদের ঘোষণা করার পরও সিঁদুর পরা নিয়ে সমাজ মাধ্যমে বহু সমালোচনা ঝড় উঠেছিল। তিনি অবশ্য নিজের যুক্তি দিয়ে বলেছিলেন, আইনি বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সিঁদুর পরায় কোনও অস্বাভাবিকতা নেই। বরং প্রতিটি প্রকাশ্যে আসা ছবি বা ভিডিও নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

বিশেষ করে তাঁর ‘হামবড়া ভাব’ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। তার ওপর নতুন উদ্যোগের শুরু থেকেই সমর্থন ও কটাক্ষ পাশাপাশি চলছে। অনেকেই তাঁর উদ্যোক্তা ভাবনা ও মহিলাদের কর্মসংস্থান তৈরির প্রচেষ্টাকে সাধুবাদ জানালেও, অন্যদিকে তাঁর হঠাৎ বদলে যাওয়া আচরণকে অনেকে ভিন্ন চোখে দেখছেন। একসময় যে সুস্মিতা সাধারণ অথচ আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য জনপ্রিয় হয়েছিলেন, তিনি এখন যেন এক অন্য মানুষ। অন্তত সেটাই যেন প্রমাণ করতে চান তিনি!

এখন তাঁকে দেখলে অনেকের কাছে মনে হচ্ছে তিনি যেন নিজের ব্যক্তিত্ব থেকে সরে গিয়ে অযথা আলোচনার কেন্দ্রে আসার চেষ্টা করছেন। আর এই ধারণাই বাড়াচ্ছে সমালোচনার ঝড়। অনুষ্ঠান উপলক্ষে নিজের কিছু ছবি আর ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। রাখি পূর্ণিমার দিন সিঁদুর পরে পোস্ট করা ছবি যেমন বিতর্ক সৃষ্টি করেছিল, তেমনই এবার নতুন উদ্যোক্তা রূপে সমাজ মাধ্যমে হাজির হওয়াতেও ভক্তদের একাংশ বিভক্ত। তাদের মতে এই আচরণ অত্যন্ত দাম্ভিকতার পরিচয়!

সম্প্রতি এক নেটিজেন মন্তব্য করেন, দক্ষিণের তারকা নাগার্জুনাকে হায়দরাবাদ এয়ারপোর্টে একেবারেই সাধারণভাবে হাঁটতে দেখেছিলেন তিনি। অভিনেতার সঙ্গে ছিল না কোনও অতিরিক্ত সুরক্ষা কর্মী, না পরনে ছিল দামি পোশাক। অথচ সুস্মিতা সায়েন্স সিটি প্রাঙ্গণে এবং মঞ্চে দু’জন বাউন্সার নিয়ে হাজির হন যেন বড় কোনও সেলিব্রিটি! অনেকের চোখে তাঁর এই বাড়তি ‘শো-অফ’ মানসিকতা অপ্রয়োজনীয় এবং বাড়াবাড়ি মনে হয়েছে। কেউ বলেছেন, “প্রাক্তন স্বামীকে আসলে প্রমাণ দিতে চেয়েছিল।

আরও পড়ুনঃ দেবের ‘অসম্মানজনক’ মন্তব্যে ভাঙছে ‘দেশু’ জুটি! ‘মা হয়ে আমার তো ইনোসেন্সটাই নেই, আর ওর সঙ্গে কাজ করব কিনা জানি না!’ শুভশ্রীর মাতৃত্বকে হেয় করে মন্তব্য দেবের আয়না দেখালেন শুভশ্রী

সবাইকে বোঝাতে চেয়েছিল আমি কত বড় হনু হয়েছি ডিভোর্স করে!” অন্যজনের কথায়, “কদিন আগেই কুমড়ো সেদ্ধ দিয়ে পাউরুটি খাওয়ার ভ্লগ করত…এ কেমন পরিবর্তন, জোকার লাগছে পুরো!” পোশাক-আশাক থেকে শুরু করে তাঁর আচরণ—সবকিছুই নেটিজেনদের কটাক্ষের কেন্দ্রে চলে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি সুস্মিতা এত বড় পাবলিক ফিগার, যে এই অতিরিক্ত নিরাপত্তা আর প্রদর্শনের প্রয়োজন পড়ছে? দর্শকের চোখে এই অদ্ভুত রূপান্তর যেন একেবারেই দৃষ্টিকটু।