বাবার অত্যাচারে অত্যাচারিত মা! গরিব মেয়ে ঝিলের র‍্যাপে সামাজিক বাস্তবতা, ডাক্তারের চরিত্রে নজরকাড়া নীল! জলসায় আসছে ‘ভোলে বাবা পার করেগা’, প্রোমো দেখে মুগ্ধ নেটপাড়া

অনেকদিন দূরে থাকার পর, ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar) আবার ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করতে চলেছেন স্টার জলসার নতুন ধারাবাহিক “ভোলে বাবা পার কারেগা” (Bhole Baba Par Karega) দিয়ে। বেশ কিছুদিন ধরেই দর্শকদের কৌতূহল ছিল, আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েই কদিন আগেই প্রকাশ্যে এসেছে প্রথম টিজার। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ধারাবাহিকটির গল্প– মহিলাদের সংগ্রাম ও সমাজে তাঁদের অবস্থানকে ঘিরে, সঙ্গে থাকছে নিম্ন মধ্যবিত্ত জীবনের বাস্তব ছবি।

নায়কের ভূমিকায় থাকছেন ‘নীল ভট্টাচার্য্য’ (Neel Bhattacharya), যদিও তাকে টিজারে দেখা যায়নি। এদিন টিজারের পর এবার প্রকাশ পেল ধারাবাহিকের প্রোমো। যেখানে অবশেষে দেখা মিলল নীল ভট্টাচার্যের। শুরুতেই দেখা যায় শহরের এক প্রান্তে ছোট্ট একটা বস্তি এলাকায় মধুমিতা থাকে। রাতের বেলায় খাওয়ার খেতে বসেছে সে। এমন সময় হঠাৎ তার বাবা এসে মায়ের ওপর অত্যাচার শুরু করেন মাংস খাওয়া নিয়ে। দেখা বোঝাই যাচ্ছে, খুবই অভাবের সংসার তাদের।

মধুমিতা কোনও ভাবে মায়ের ওপর হওয়া অত্যাচার থামিয়ে, রাগ করে বাইরে বেরিয়ে যায়। মা তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সে থামে না। এরপরের দৃশ্যে দেখানো হয় মধুমিতা পাড়ার মঞ্চে র‍্যাপ গাইছে তাঁর জীবনের দুঃখ নিয়ে। লোকেদের ভিড় চারিদিকে সেই গান শোনার জন্য। এমন সময় একটা সাদা রঙের বড় গাড়ি এসে দাঁড়ায়। যার মধ্যে বসে রয়েছেন নীল, হাতে স্টেথোস্কোপ।

অর্থাৎ ধারাবাহিকে নীল এবার ডাক্তার। গাড়ি থেকে নেমে এসে অর্জি জানায় রাস্তা ফাঁকা করতে। মধুমিতা এসে বলে, “গরিবের গান রাস্তায় হবে না, তো কি বড়লোকদের বাড়িতে হবে!” নীল জানায়, তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে, এক রুগী মৃত্যু সঙ্গে লড়ছে। মধুমিতা বলে, হাসপাতালে টাকা কামাতে যায় ডাক্তাররা। উত্তরে নীল বলে, সে রোগীর টাকা দেখে চিকিৎসা করে না।

আরও পড়ুনঃ “আমাদের জীবন ময়ূরাক্ষী, সবসময় চিন্তা হয় ওকে নিয়ে!” “আমার নাতনি আলাদা, কিন্তু মনটা খুব ভালো!”— ‘স্পেশাল চাইল্ড’ নাতনিকে নিয়ে আবেগঘন স্বীকারোক্তি ফাল্গুনি চট্টোপাধ্যায়ের! কিছুদিন আগে কান্নায় ভেঙে পড়েছিলেন আবির, এবার আবেগে ভেসে গেলেন দাদুও!

এই কথা মধুমিতার মনকে ছুঁয়ে যায়, নিজ দায়িত্বে রাস্তা ফাঁকা করায় সে। এরপর নীলের গাড়ির চালক মধুমিতাকে উদ্দেশ্য করে নীলকে জানায়, “ওর নাম ঝিল। বাবা খুব অত্যাচারী, মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়।” যদিও এই প্রমোতে মিলে চরিত্রের কি নাম জানা যায়নি। সম্প্রচারের দিনক্ষণও এখনও চূড়ান্ত হয়নি। তবে, দর্শকদের উত্তেজনা তুঙ্গে নীল আর মধুমিতার জুটিকে নিয়ে। আপনারা কতটা উৎসাহী এই ধারাবাহিক নিয়ে?

https://www.facebook.com/share/v/1C7o2qCP1r/

 

You cannot copy content of this page