‘মন দিতে চাই’-এর সেট থেকে বাস্তবেও মন দেওয়া-নেওয়া! টলি পাড়ার নতুন প্রেমিক-প্রেমিকা জুটি অরুনিমা-রব

টলিপাড়ার (Tollywood) প্রেমের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি টলিপাড়ার প্রেমের গুঞ্জন যেন থামতেই চায় না। কখনও সহ-অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠতা, কখনও বা শ্যুটিং সেট থেকে শুরু হওয়া বন্ধুত্বের অন্য রূপে বদলে যাওয়া—প্রেমের এই চর্চা নিয়ে বরাবরই সরগরম থাকে ইন্ডাস্ট্রি। এমনকি অনেক সময় ক্যামেরার পেছনের গল্পই হয়ে ওঠে ক্যামেরার সামনে আসার চেয়েও বেশি আকর্ষণীয়। আর এইসব গুঞ্জনকে ঘিরে অনুরাগীদের কৌতূহল তো আকাশছোঁয়া।

টলিপাড়ার এই ধরনের প্রেমের চর্চা কেবল গুঞ্জনের স্তরে থেমে থাকে না, বরং দর্শকের কাছে তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও হয়তো খবরের সত্যতা পাওয়া যায়, কখনও তা থেকে যায় জল্পনার আড়ালে। বহু জনপ্রিয় তারকা এই প্রেমের গুঞ্জনে বারবার শিরোনামে এসেছেন। সম্পর্কের সত্য-মিথ্যার জটিল সমীকরণে দর্শক কিন্তু বেশ মজা পায়, আর মিডিয়া এইসব গুঞ্জনকে আরও বাড়িয়ে তোলে।

arunima haldar

এবার আলোচনায় এসেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার এবং অভিনেতা রব দে। জি বাংলার সিরিয়াল ‘মন দিতে চাই’-এর শ্যুটিং সেট থেকেই এই জুটির প্রেমের গুঞ্জন শুরু। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শ্যুটিংয়ের ফাঁকে অনস্ক্রিন কেমিস্ট্রি বাস্তবেও রূপ পেতে শুরু করেছে। যদিও প্রকাশ্যে তাঁরা নিজেদের শুধু বন্ধু বলেই দাবি করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রব দত্তর কাছে প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁরা অনেক দিনের বন্ধু।তবে একই জায়গায় ঘুরতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেনএকই জায়গায় তার আগে গিয়েছিল বটে তবে সে তার বন্ধুদের সঙ্গে আর অরুণিমা তাঁর বন্ধুদের সঙ্গে। একসঙ্গে ঘোরা বা ডেট করার কথা সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুনঃ দারুণ খবর! বিচ্ছেদের যন্ত্রণা পেরিয়ে নতুন দিগন্তে রিয়া গঙ্গোপাধ্যায়! শাকিবের নায়িকা হচ্ছেন এবার তিনি

বর্তমানে তারা সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে ছবিও পোস্ট করেন। যদিও এই তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে বারবার ব্যাখ্যা দিচ্ছেন, তবুও তাঁদের অনুরাগীদের মতে, ধোঁয়া যখন উঠছে, আগুন তো কোথাও না কোথাও আছে। টলিপাড়ার এমন গুঞ্জন ভবিষ্যতে সত্যি হবে নাকি শুধুই থেকে যাবে জল্পনার স্তরে, তা সময়ই বলবে। তবে এই খবর ঘিরে দর্শকদের উন্মাদনা একেবারে তুঙ্গে।

You cannot copy content of this page