ভক্তদের অপেক্ষার অবসান, দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় দুরন্ত কামব্যাক পল্লবীর! জুটি বাঁধবেন ‘গৌরী এলো’-খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে, তবু দর্শকের কাছে দত্ত বাড়ির চরিত্ররা যেন এখনও প্রিয়। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma)। এর আগেও তিনি সুপারহিট মেগায় অভিনয় করলেও, এই ধারাবাহিকের মাধ্যমেই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর অভিনয়ের সাবলীলতা এবং চরিত্রের প্রতি দায়বদ্ধতাই তাঁকে এনে দিয়েছিল এই সাফল্য। তাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল— কবে তিনি আবার পর্দায় ফিরবেন?

ধারাবাহিক শেষ হতেই শোনা গিয়েছিল তিনি স্টার জলসার নতুন প্রজেক্টে যোগ দিতে পারেন। প্রতীক দাসের বিপরীতে তাঁর নামও উঠে এসেছিল আলোচনায়। এরপর প্রতীকের নতুন ধারাবাহিক শুরু হওয়ায়, সেই জল্পনার অবসান ঘটে। তবে কি পল্লবী আর ফিরবেন না ছোটপর্দায়? তেমনটা নয়, এবার একেবারে নতুন এক জল্পনা তৈরি হয়েছে! প্রসঙ্গত, জি বাংলার দোল উৎসবে তাঁকে দেখা মাত্রই দর্শকরা ধরে নিয়েছিলেন, সম্ভবত তিনি জি-তেই ফিরবেন।

যদিও সেই সময়ে অভিনেত্রী নিজেই জানান, তাড়াহুড়ো করে তিনি ফিরছেন না। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়াই তখন ছিল তাঁর অগ্রাধিকার। এরপর কয়েক মাস কেটে যায়, কিন্তু পল্লবীর প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ একটুও কমেনি। সম্প্রতি আবার নতুন খবরে উৎসাহ বেড়েছে দর্শকের। জানা গেছে, খুব শিগগিরিই তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিকে, যার নাম ‘তারে ধরি ধরি মনে করি’।

এই শিরোনাম শুনেই অনেকে আন্দাজ করছেন, হয়তো গল্পটাও একেবারেই ভিন্ন হতে চলেছে। এই নতুন প্রজেক্টে পল্লবীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়’। তাঁকে দর্শক এর আগে ‘গৌরী এলো’ ধারাবাহিকে চিকিৎসক ঈশানের চরিত্রে দেখেছেন। তাঁর অভিনয়ের মধ্যে একধরনের গাম্ভীর্য রয়েছে, আর পল্লবীর প্রাণবন্ত উপস্থিতির সঙ্গে সেই বৈপরীত্য হয়তো দর্শকদের কাছে নতুন স্বাদ এনে দেবে।

আরও পড়ুনঃ বিয়ের পর স্ত্রী শ্বেতার প্রথম জন্মদিনে রুবেলের জমজমাট সারপ্রাইজ সেলিব্রেশন! কেক, সাজসজ্জা থেকে শুরু করে সবই থাকল বিশেষ আয়োজনে, আর কি কি চমক ছিল অভিনেত্রীর জন্মদিনে?

জুটিটিকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনো নিশ্চিত করে জানা যায়নি কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে, তবে প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে অনেক। দর্শকের মনে একটাই প্রশ্ন, এই জুটি কি আবারও ছোটপর্দায় সবার মন জয় করতে পারবে? পল্লবীর কামব্যাককে ঘিরে যে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে, তা বলাই বাহুল্য। এবার নতুন এই শুরু কতটা সাড়া ফেলবে, সেটাই দেখার অপেক্ষা।