জীবনের বিশেষ দিনগুলোকে আরও রঙিন করে তুলতে প্রিয়জনের সঙ্গের কোনও তুলনা হয় না। বিশেষ করে দাম্পত্য জীবনের প্রথম জন্মদিন মানেই থাকে আলাদা আবেগ, বাড়তি উচ্ছ্বাস আর অবিস্মরণীয় স্মৃতি। তাই স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের জন্মদিনে কিছু আলাদা করতে চেয়েছিলেন টেলিভিশন অভিনেতা রুবেল দাস।
কয়েকদিন আগেই রুবেলের জন্মদিনে শ্বেতার আয়োজিত জমজমাট সেলিব্রেশনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই আনন্দ এখনও অনেকের মনে টাটকা। আর তারই রেশ ধরে এ বার পালা রুবেলের। জীবনের নতুন অধ্যায়ে প্রথম জন্মদিন উপলক্ষে স্ত্রীর জন্য বিশেষ মুহূর্ত তৈরি করতে কোনো ত্রুটি রাখেননি তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন এই জনপ্রিয় জুটি। টেলিভিশনের হিট সিরিয়াল যমুনা ঢাকি ধারাবাহিক থেকেই শুরু হয়েছিল তাঁদের বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। পর্দার বাইরের সেই রসায়ন একসময় পৌঁছে যায় বাস্তব জীবনের সম্পর্কে। বিয়ের পর থেকে কাজের ব্যস্ততা সামলালেও দু’জনের বোঝাপড়া আর সম্পর্কের উষ্ণতা একাধিকবার নজর কেড়েছে অনুরাগীদের।
বিয়ের পর প্রথম দুর্গাপুজো ঘিরেও আলাদা উচ্ছ্বাস রয়েছে তাঁদের জীবনে। অভিনয়ের পাশাপাশি সংসার সামলাতে দু’জনেই সমান ব্যস্ত। সম্প্রতি মহালয়ার ভোরে মহিষাসুরমর্দ্দিনীর বিশেষ অনুষ্ঠানে শ্বেতা ও রুবেলকে একসঙ্গে দেখা গেছে। পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে এগিয়ে চলেছেন এই টেলিভিশন দম্পতি।
আরও পড়ুনঃ “অসুরেরা আজও আছে, শাস্তি এমন হোক যাতে আত্মা কেঁপে ওঠে!” “কুকুর নয়, ধর্ষ’করা ভয়ংকর…ওদের র্যাফ তুলে নিলে, ধর্ষ’কদের কেন নয়?” “এক হাতে অসুর নিধন, অন্য হাতে মমতা নিয়েই প্রকৃত দুর্গা!”— পুজোর প্রাক্কালে বিস্ফো’রক মিমি চক্রবর্তী!
এমন পরিস্থিতিতেই এল শ্বেতার জন্মদিন। নতুন জীবনের প্রথম জন্মদিনে রুবেলের ভালোবাসা আর যত্নে ভরপুর আয়োজন যেন শ্বেতার জন্য বড় চমক হয়ে এল। কেক কাটার মুহূর্ত থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি—সবকিছু মিলিয়ে জমজমাট ছিল সেই উদযাপন। ভক্তরা বলছেন, কাজের ফাঁকেও একে অপরকে এতটা সময় দেওয়া সত্যিই বিরল, আর তাই তাঁদের প্রেমকাহিনি টেলিভিশনের পর্দা ছাপিয়ে বাস্তবেও রূপকথার মতো মনে হয়।
View this post on Instagram