টেলিভিশনের থেকে শুরু করে ওয়েব সিরিজ এবং সিনেমা— সব মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেত্রী ‘স্বস্তিকা দত্ত’ (Swastika Dutta)। তবুও দর্শকদের মনের মধ্যে তিনি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছিলেন ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের মাধ্যমে। তখন থেকেই বাংলার ঘরের মেয়ের তকমা যেন স্থায়ীভাবে জুড়ে গিয়েছিল তাঁর সঙ্গে। মাঝে কিছুটা বিরতি নিয়ে, সিনেমা আর ওয়েব সিরিজে মন দিয়েছিলেন তিনি। ‘তোমার খোলা হাওয়া’ ছিল তাঁর শেষ ধারাবাহিক। প্রায় আট বছর পর আবার স্টার জলসার হাত ধরেই ফিরছেন তিনি নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ নিয়ে।
নাম শুনেই বোঝা যাচ্ছে, বিদ্যা এখানে শুধুই নাম নয় বরং জ্ঞান, শক্তি ও প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে চরিত্রটিকে। ধারাবাহিকের ট্যাগলাইন– “হাতে শুধু বীণা বা পুস্তক নয়, মাঝে মধ্যে বেতও তুলে নিতে হয় শিক্ষা দিতে।” সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো, যা দর্শকদের মধ্যে মিশ্র আবেগের জন্ম দিয়েছে। শুরুটা হয়েছে সরস্বতী পুজোর দৃশ্যে, যেখানে বিদ্যা ব্যানার্জিকে দেখা যায় অঞ্জলি দিতে। পরে, ইউনিভার্সিটিতে গিয়ে তিনি লক্ষ্য করেন কয়েকজন ছেলের উত্যক্ততায় অস্বস্তিতে পড়েছে কয়েকটি মেয়ে।
তাদেরই একজনের দিকে এক ছেলের অশালীন আচরণে চমকে ওঠে বিদ্যা, এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দেয় চরমভাবে। এমনকি একজন ছেলের হাত বাড়ায় একটি মেয়ের শরীরের সংবেদনশীল অংশের দিকে। ঠিক তখনই বিদ্যা শুধু তাকে বাধা দেন না, কড়া ভাষায় বুঝিয়ে দেন যে অংশে সে হাত দিতে চেয়েছিল, সেটাই একজন নারীর গর্ভধারণের উৎস, যার জন্যই তার নিজের অস্তিত্ব সম্ভব হয়েছে। ছেলেটি তাকে ‘দিদি’ বলে ডাকলেও, পরক্ষণেই তার মাতৃত্ব নিয়ে কুৎসিত মন্তব্য করে, যা বিদ্যাকে আরও ক্ষুব্ধ করে তোলে।
পাল্টা চড় কষিয়ে বিদ্যা বলে, সেই চড় মস্তিষ্কে এমনভাবে সিগন্যাল দেবে, যাতে ভবিষ্যতে আর কখনও এমন আচরণ না করে। শেষে বিদ্যা বলেন, “মেয়েদের সব সময় বই-খাতা হাতে নেওয়াই যথেষ্ট নয়, প্রয়োজনে বেতও তুলতে হয় সম্মানের জন্য।” এই চরিত্রের মাধ্যমে নারীর প্রতিবাদ, সম্মান এবং সচেতনতার বার্তা ছড়াতে চাইছেন নির্মাতারা। যদিও এখনও জানা যায়নি কারা কারা রয়েছেন এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে বা ঠিক কবে থেকে সম্প্রচার শুরু হবে। তবে প্রথম প্রোমো নিয়েই ইতিমধ্যে সমাজ মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা, সমালোচনা।
আরও পড়ুনঃ দারুণ মাস্টারপ্ল্যান! পার্বতীর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজের নামে চালাকি করে কমোলিনীকেই স্ত্রী বানালেন নতুন কাকু! এবার কী করবে পার্বতী? নতুন কাকুর সিদ্ধান্তে কি উঠবে ঝড়, নাকি শুরু হবে নতুন সুখের অধ্যায়?
কেউ কেউ লিখেছেন, “এমন বিজ্ঞান বোঝাতে বোঝাতে কে মারে?” আবার একজনের মতে, “ব্লুজ প্রোডাকশনের সিরিয়ালগুলো সেই একই টপিক নিয়ে শুরু হয়, মেয়েদের অতিরিক্ত সাহসী দেখাবে, ভিলেনদের মাথায় তুলে রাখবে আর হিরোদের পাত্তা দেবে না, নতুনত্ব কিছু নেই। সেই গীতা আর জগদ্ধাত্রীর মতোই। যেই থাকুক না কেন হিরোর চরিত্রে, অভিনয় দেখানোর সুযোগই পাবে না সে।” অন্যজনের মতে, “জগদ্ধাত্রী, গীতা, বিদ্যা সবগুলো একই লোকের বলে কি একইরকম করতে হবে? জগদ্ধাত্রির মত শিক্ষা দিচ্ছে আবার গীতার মতো থাপ্পড় মেরে যাচ্ছে যখন তখন!”