টেলিভিশনের পর্দায় ২০২২ সালে জমকালো যাত্রা শুরু করেছিল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। প্রথম দিন থেকেই এই সিরিয়াল দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নেয়। স্বস্তিকা ঘোষ ও দিব্যজ্যোতি দত্তর অনস্ক্রিন রসায়ন তখনই নজর কেড়েছিল দর্শকদের। পরিবারভিত্তিক আবেগঘন গল্প হওয়ার কারণে খুব দ্রুতই সিরিয়ালটি টিআরপি তালিকায় শক্তিশালী প্রথম স্থানের দখল নেয় এবং অনেকদিন সেই জায়গা ধরে রাখে।
কিন্তু তিন বছরের দীর্ঘ পথচলার পর অবশেষে শেষের দিকেই এগোচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক। দর্শকদের অনুরাগে ভর করে এতদিন চললেও সম্প্রতি স্পষ্ট হয়েছে যে ‘অনুরাগের ছোঁয়া’ তার শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছে। বহু দর্শকই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করছেন—এতদিনের সঙ্গী সিরিয়ালটি বন্ধ হয়ে গেলে যেন এক শূন্যতা তৈরি হবে।
যদিও ধারাবাহিকটি শেষ হওয়ার খবর সামনে এসেছে, এর মধ্যেই গল্পে ঘটে গেছে আরও বড় পরিবর্তন। কিছুদিন আগেই সিরিয়ালটি নতুন মোড় নিয়ে শুরু হয়। পুরনো গল্প শেষ হলেও নতুন ট্র্যাকে স্বস্তিকা রয়ে গেলেও দেখা যায়নি দিব্যজ্যোতিকে। সেখানে আদিত্য চরিত্র নিয়ে যুক্ত হন অভিনেতা রাহুল মজুমদার। গল্পে এই পরিবর্তন নতুন উত্তেজনা তৈরি করলেও দর্শকের একটি বড় অংশ দিব্যজ্যোতির অনুপস্থিতি টের পেয়েছেন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন একটি চমকপ্রদ তথ্য। তিনি বলেন, শুরু থেকেই তাঁকে নায়ক হিসেবে নেওয়ার কথা ছিল ‘অনুরাগের ছোঁয়া’তে। কিন্তু সেই সময় তিনি ‘খুকুমণি’ ধারাবাহিকে সই করেছিলেন। ফলে প্রথম ধাপে ‘অনুরাগের ছোঁয়া’তে থাকতে পারেননি। পরে যখন দ্বিতীয় পর্যায়ের গল্প তৈরি হয়, তখন তিনি সিরিয়ালে যোগ দেন এবং নতুন আদিত্য হিসেবে দর্শকের সামনে আসেন।
আরও পড়ুনঃ অবাঙালি অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্য! মাঝরাস্তায় অশ্রাব্য ভাষায় গা’লিগা’লাজ, সুদীপাকে মা’রতে উদ্যত চালক! মাকে বাঁচা’তে ভয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট্ট আদিদেব! ঠিক কী ঘটেছে, শুনলে শিউরে উঠবেন!
রাহুল আরও বলেন, এ নিয়ে তাঁর একটুও আফসোস নেই। কারণ তাঁর মতে, ‘খুকুমণি’ তাঁকে অভিনেতা হিসেবে নতুন করে চিনিয়ে দিয়েছে দর্শকদের। জনপ্রিয়তাই তাঁকে পরে ‘অনুরাগের ছোঁয়া’র দ্বিতীয় ধাপে সংযুক্ত হওয়ার সুযোগ এনে দিয়েছে। সিরিয়াল বন্ধ হওয়ার আগেই তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি আলোচনায় এনে দিয়েছে এই ধারাবাহিকের শেষ অধ্যায়কে আরও বেশি আলোচিত করে তুলছে।






