রানীকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রী হিসাবে মেনে নিল দুর্জয়! পুজোর আমেজে মেতে উঠল দুজনে! আসছে ধামাকাদার পর্ব 

স্টার জলসার (Star Jalsha) একটি নতুন ধারাবাহিক হল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। ধারাবাহিকের প্রোমো দর্শকমনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। মাত্র কিছুদিনের মধ্যেই স্টার জলসাকে এই মেগা এনে দিয়েছে খুব ভালো টিআরপি। ধারাবাহিকের প্রধান নায়ক দুর্জয় (Durjay) ও নায়িকা রানীর (Rani) রসায়ন বেশ জমে উঠেছে।

ধারাবাহিকে রানী ও দুর্জয়ের প্রেমের শুভারম্ভটি ছিল বেশ চমকদার। রানী ও দুর্জয়ের এই জুটিকে দর্শকরাও অনেক ভালোবাসা দিয়েছেন। যদিও গল্পের বিষয়টি বর্তমানে যে ভালোবাসার আবহে গাঁথা, ভবিষ্যতে তা হবে না। কিছুদিনের মধ্যেই নতুন মোড় আসতে চলেছে রানীর জীবনে। আমরা দেখছি, রানী ও দুর্জয় দুজনেই একে অপরের থেকে দূরে চলে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে।

বর্তমান যুগের মতোই অল্পসময়ের মধ্যেই রানী ও দুর্জয় ঘনিষ্ঠ হয়েছে। আর তা প্রকাশ্যে আসতেই দুই পরিবারেই সমস্যা আসে। রানীকে তড়িঘড়ি বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে রানীর বাবা। তবে রানী এই বিয়ে করতে পারবে না বলে জানিয়েছে বহুবার। এই বিয়ে করলে তার ডাক্তার হওয়ার স্বপ্নও ভেঙে যাবে।

রানীর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে ও নিজের ভালোবাসাকে কাছে পেতে দুর্জয়কেই বিয়ে করতে চায়। কিন্তু রানী ও দুর্জয় দুজনেই কেউ কাউকে সেটা বলে উঠতে পারে না। দুর্জয় অতীতের একটা প্রেমে আঘাত এতটাই পেয়েছে যে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পাচ্ছে। কিন্তু দুর্জয়ও যে রানীকে ভালোবাসে, তা রানী জানে।

দেখা যাবে, বিয়ের দিন রানী পালিয়ে যাবে মণ্ডপ ছেড়ে দুর্জয়ের কাছে। আর তারপরই দুর্জয় তাকে সিঁদুর পড়িয়ে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবে। শেষে তারা পুজোর আনন্দে মেতে উঠবে। ঘরের ছেলেরা নাচবে ও মেয়েরা ঢাক – কাসর বাজাবে। এক অন্যরকম পুজোর আমেজে মেতে উঠবে রানী -দুর্জয়। যদিও এটি ধারাবাহিকের কোনও পর্বের অংশ নয়, ‘তোমাদের রানী’র কভার প্রোমো।

You cannot copy content of this page