স্বস্তিকার নতুন ধারাবাহিকের কারণে সরছে রাজনন্দিনীর ‘রাণী ভবানী’? মাত্র পাঁচ মাসেই যাত্রা বন্ধ হচ্ছে সফল ধারাবাহিকের?

ছোটপর্দায় দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘ভজ গোবিন্দ’ আর ‘তোমার খোলা হাওয়া’-এর পর এবার তিনি আসছেন একদম নতুন অবতারে — ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ হয়ে। দর্শকরা তাঁর কামব্যাকের খবরে রীতিমতো উচ্ছ্বসিত। অনেকদিন ধরেই এই ধারাবাহিকের সূচনার অপেক্ষায় ছিলেন টেলিপ্রেমীরা। এবার অবশেষে জানা গেল স্লটের সময় — আগামী ১৭ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায় দেখা যাবে স্বস্তিকার এই নতুন সিরিয়াল, স্টার জলসার পর্দায়।

কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ ঠিক একই সময়ে সম্প্রচারিত হচ্ছিল একসময়ের টিআরপি টপার ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। তাহলে কি মাত্র পাঁচ মাসেই শেষ হতে চলেছে সেই সিরিয়াল? চ্যানেল সূত্রে জানা গেছে, আপাতত ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না, তবে সময় বদল হচ্ছে। আগামী ১৭ নভেম্বর থেকে রাণী ভবানীকে দেখা যাবে বিকেল ৫টা থেকে। অর্থাৎ এবার তার টক্কর জমবে জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঙ্গে।

তবে দর্শকদের একাংশ এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা অভিযোগ তুলেছেন, একসময়ের হিট সিরিয়ালের সঙ্গে “অন্যায়” করা হচ্ছে। যদিও টিআরপি রিপোর্ট বলছে, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকটির দর্শকসংখ্যা কিছুটা কমেছে। তাই নতুন সিরিয়ালকে প্রাইম টাইমে এনে চ্যানেল কর্তৃপক্ষ টিআরপি ফের ঘুরিয়ে দিতে চাইছে।

‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-তে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ‘হরগৌরী পাইস হোটেল’-এর পর আবারও তাঁকে মুখ্য চরিত্রে দেখা যাবে। কলেজ প্রফেসর বিদ্যা ও কলেজ বোর্ড মেম্বার অর্ণবের মধ্যে কীভাবে গড়ে উঠবে এক অজানা রসায়ন, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

আরও পড়ুনঃ “আমি ওকে হুমকি দিয়েছিলাম প্রপোজ করার জন্য, কিন্তু ভুলে গেছে” প্রেমিক সোহেলকে চোখে হারান অভিনেত্রী তিয়াসা! “ন্যাকামি.. এক সংসার ভেঙে আরেকটা বাচ্চা ছেলের মাথা চিবিয়ে খাচ্ছে”- কটাক্ষ নেটপাড়ার!

অন্যদিকে, স্টার জলসা এবার একসঙ্গে আরও একটি নতুন সিরিয়াল আনছে — ‘মিলন হবে কতদিনে’, যেখানে থাকছেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়ের জনপ্রিয় জুটি ‘খড়িদ্ধি’। যদিও কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে, সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত ‘শুভ বিবাহ’-এর যাত্রা শেষের পথে। সব মিলিয়ে, ছোটপর্দায় বড় রদবদল আসছে নভেম্বর থেকেই।

You cannot copy content of this page