শেষ হচ্ছে না নিম ফুল! হঠাৎ গল্প বদল, রুবেল-পল্লবী ছাড়াই চলবে জি বাংলার হিট ধারাবাহিক

টেলিভিশনের(Television)পর্দায় প্রতিদিনের বিনোদনের অন্যতম মাধ্যম হলো ধারাবাহিক। প্রতিটি গল্পে থাকে নানান টানাপোড়েন, চরিত্রগুলোর প্রেম-ভালোবাসা, রাগ-অভিমান আর সম্পর্কের নতুন নতুন মোড়। বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে দর্শকরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিজেদের প্রিয় চরিত্রদের জীবনের উত্থান-পতনের সাক্ষী হতে বসে পড়েন টিভির সামনে। গল্পের মোচড়, নাটকীয় মুহূর্ত আর চরিত্রদের জীবনের জটিলতা যেন দর্শকদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। আর তাই প্রতিটি ধারাবাহিক যখন শেষের পথে আসে, তখন দর্শকদের আবেগও যেন সেই সঙ্গে জড়িয়ে যায়।

বহু দর্শকের কাছে বাংলা ধারাবাহিক শুধু একটি শো নয়, বরং তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। অফিস বা কাজের চাপ কাটিয়ে সন্ধ্যেবেলায় পরিবারের সবাই একসঙ্গে বসে ধারাবাহিক দেখা যেন এক অদৃশ্য অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শুধু গল্পের চরিত্র নয়, তাদের আনন্দ, দুঃখ, চ্যালেঞ্জ—সবকিছুই যেন দর্শকদের নিজেদের জীবনেরই অংশ। এক এক সময় মনে হয় এই চরিত্ররা আমাদের পরিচিত, আমাদের আপনজন। তাই যখন কোনও প্রিয় ধারাবাহিক বন্ধের মুখে আসে, তখন দর্শকদের মন খারাপ হওয়া স্বাভাবিক। ঠিক যেমনটা এবার হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক “নিম ফুলের মধু” নিয়ে।

টেলিপাড়ায় গুঞ্জন, আগামী ১ মার্চ শেষ শুটিং হতে চলেছে “নিম ফুলের মধু” ধারাবাহিকের প্রধান চরিত্র রুবেল দাস (Rubel Das) ও পল্লবী শর্মা (Pallavi Sharma)-র। তবে কি এখানেই ইতি ঘটবে ধারাবাহিকটির? আপাতত চ্যানেল ও প্রযোজনা সংস্থা চাইছে ধারাবাহিকটি কিছুদিন আরও চালিয়ে যেতে, তবে পুরনো গল্পের মোড় বদলে নতুনভাবে। বিদায় নিতে চলেছে অরিজিতা মুখোপাধ্যায় অর্থাৎ ‘বাবুর মা’সহ একাধিক পরিচিত মুখ, আর বদলে আসছে এক নতুন অধ্যায়। ধারাবাহিকের গল্প এবার এগোবে সৃজন-পর্ণার মেয়ে পুঁটি (Samu Sarkar) ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে। এই নতুন অধ্যায়ে দত্ত বাড়ির বিদায় ঘটবে, আসবে নতুন পরিবার, নতুন গল্প।

শোনা যাচ্ছে, গল্পে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। “নিম ফুলের মধু” ধারাবাহিকটি নতুন কনসেপ্টের দিকে এগোবে, যেখানে মূল ভাবনা হতে পারে “মা-বাবার মৃত্যুর প্রতিশোধ”। দত্ত বাড়ির গল্প শেষের পর এক ঝাঁক নতুন মুখ নিয়ে এগোবে ধারাবাহিকটি। বিদায় নেবেন ইশা, তুহিনা, অয়ন, মৌমিতা সহ একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। বদলে আসবে নতুন চরিত্র ও নতুন প্লট। ইতিমধ্যেই এই নতুন কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে এবং দর্শকদের জন্য এক নতুন চমক অপেক্ষা করছে।

আরও পড়ুনঃ মাত্রই ২২শেই স্বপ্নপূরণ! প্রাসাদসম বাড়ি বানিয়ে বাবা-মাকে উপহার অঙ্কিতা ভট্টাচার্যর, প্রশংসা নেটিজেনদের

শুধু “নিম ফুলের মধু” নয়, টেলিপাড়ার গুঞ্জন বলছে, জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা খুব শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে জি বাংলায় ফিরছেন! কোনো বিরতি ছাড়াই তিনি ফিরতে চলেছেন জি বাংলা ও টেন্ট সিনেমার যৌথ প্রয়োজনাতে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে শ্বাশতী ঘোষ ও রাখি দির। অন্যদিকে, রুবেল দাসের নতুন কাজ নিয়েও চলছে আলোচনা। সবমিলিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তন আসছে, যা দর্শকদের জন্য আরও নতুন চমক এনে দেবে!